অবশেষে পশ্চিমবঙ্গে প্রচুর গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -WB Govt Job Recruitment

ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের খবর। আপনি কী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক যে কোনো একটি যোগ্যতার অধিকারী?  তাহলে আপনার জন্য এই সুযোগটি। শুধু মাধ্যমিক পাশ যোগ্যায় আবেদন করতে পারবেন তবে যেহেতু আরও একাধিক পদ রয়েছে তাই উচ্চ যোগ্যতাও থাকলে সেই মাফিক আলাদা আলাদা পদে আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে । এবার সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদন প্রক্রিয়ার  যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর Memo No- 110/SW/PasschimbdnDated 15/02/2023, WB Govt Job Recruitment 

প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. এক্ষেত্রে  অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের অফিসের মেল আইডি- তে অথবা  সরাসরি জমা দিয়ে আসতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে।

৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্র টি ডাউন লোড করে নিতে হবে । 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a. নিজের নাম——–

b. বাবার নাম——— 

c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——- 

d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———

e. লিঙ্গ————-

d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি—– 

e. শিক্ষাগত যোগ্যতা————-

f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———- 

ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। 

এ ছাড়াও আবেদন ফর্মে প্রার্থীর যোগাযোগ নম্বর এবং মেল আইডি উল্লেখ করতে হবে। 

সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে মেইল করে পাঠাতে হবে ।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – jjbpsbdn@gmail.com 

 

বয়স সীমা –

আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । 

এ ক্ষেত্রে আবেদকারি প্রার্থীকে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।   

আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল, 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে :

১) পদের নাম – কাউন্সিলর (Counsellor )

শূন্য পদ – ১ টি

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে স্নাতক ডিগ্রী ধারী হতে হবে ।   পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে। 

কাজের ধরণ- 

সম্পূর্ণ এই নিয়োগটি চুক্তি( contractual job) ভিত্তিক 

মাসিক বেতন –  

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৩,৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে । 

২) পদের নাম –  বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) 

শূন্য পদ – ১ টি

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং টাইপিং -র দক্ষতা থাকতে হবে । 

কাজের ধরণ- 

সম্পূর্ণ এই নিয়োগটি চুক্তি( contractual job) ভিত্তিক 

মাসিক বেতন –  

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৩,৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে । 

৩) পদের নাম –  লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) 

শূন্য পদ – ১ টি

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং টাইপিং -র দক্ষতা থাকতে হবে । 

কাজের ধরণ- 

সম্পূর্ণ এই নিয়োগটি চুক্তি( contractual job) ভিত্তিক 

মাসিক বেতন –  

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৩,৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে । 

সব শেষে জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :

এক্ষেত্রে আবেদন কারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় থাকবে ৮০ নম্বরের প্রশ্ন পত্র। লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর প্রার্থীর জমা করা নথিপত্র ভালো ভাবে খুঁটিয়ে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।  

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলার  জেলা শাসকের অফিসে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে হবে অতিসত্বর। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন ( www.paschimbardhaman.gov.in )  

আবেদন জানানোর শেষ সময় সীমা – 02/03/2023 

 Official Notice : Download Here

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG- #WB #GOVT JOB #RECRUITMENT # PASCHIM BARDHAMAN #WOMAN&CHILD

Leave a Comment