অবশেষে মাধ্যমিক পাশে SSC-তে বিপুল সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -Govt Job

আপনি কি মাধ্যমিক পাশ । তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। কারণ এবার স্টাফ সিলেকশন (Staff Selection Commission) কমিশনের মাধ্যমে কয়েকশো কর্মী নিয়োগ করবে কেন্দ্র সরকার । এ সম্পর্কিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফে। প্রকাশিত  বিজ্ঞপ্তি অনুসারে রাজ্য তথা দেশের যেকোনো প্রান্তের বেকার যুবক- যুবতীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কেন্দ্র সরকারের একাধিক গুরুত্ব পূর্ণ মন্ত্রকের বিভাগীয় দফতরে । তবে সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটির দায়িত্বে রয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এবার আসুন এক নজরে নিম্ন লিখিত প্রতিবেদন টিতে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য। 

আবেদন প্রক্রিয়া – 

আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সর্ব প্রথমে স্টাফ সিলেকশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও পাশ ওয়ার্ড দিয়ে আবেদন ফর্ম টি ডাউন লোড করে নিতে হবে। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারী প্রার্থীর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  https://ssc.nic.in -এ । আবেদন জানাতে হবে জুলাই মাসের ২১ তারিখ অর্থাৎ 21/07/2023 -এর মধ্যে । 

নিয়োগ পদ্ধতি – 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনপত্রের প্রাথমিক বাছাই করে তারপর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে অনলাইনে কম্পিউটার বেসড টেস্টের জন্য । তারপর হবে ইন্টারভিউ । সব শেষে শারীরিক পরীক্ষার পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে। 

গুরুত্বপূর্ণ নথিপত্র – 

আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস যেমন- আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, বয়সের প্রমান পত্র , জাতিগত সংশাপত্র, প্রার্থীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি সঙ্গে রাখতে হবে।

শূন্য পদ – 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক দফতর মিলিয়ে মোট ১৫৪৯ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 

পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) – ১১৮৯ টি 

পদের নাম – হাবলদার ‘ (Havalder) – ৩৬০ টি 

বয়স সীমা – 

আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর বয়সের ঊর্ধ্বসীমা ২৫-২৭ বছর । তবে সংরক্ষিত যেমন, তপশিলি জাতী, উপজাতি এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী পাঁচ বছর এবং তিন বছরের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন – 

এই চাকরির ক্ষেত্রে বেতন দেওয়া হবে কেন্দ্র সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী।  যেমন শুরুতেই বেসিক পে দেওয়া হবে ৫ হাজার ২০০ টাকা। এবং সর্বোচ্চ বেতন দেওয়া হবে ২০,২০০ টাকা । 

শিক্ষাগত যোগ্যতা – 

উল্লেখিত দুটি  পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান  থেকে মাধ্যমিক পাশ হলেই চলবে । 

আবেদন ফী – 

আবেদনের সময় সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । 

চাকরি আপনার হাতের মুঠোয়, আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Official Notice : Click Here

Official Website : Click Here

Join Telegram Channel : Click Here

TAG – #STAFF SELECTION COMMISION #RECRUIT #GOVT JOB #JOB NEWS #GROUP- C/D

Leave a Comment