অবশেষে রাজ্যে জেলা ভিত্তিক ক্লার্ক ও হিসাবরক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি -WB Govt Job

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। এই মর্মে গত কয়েকদিন আগে  স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর (HEALTH &FAMILY WELFARE )। রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে  এবার আসুন এক নজরে দেখে  নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Recruitment Notice  No: DH&FWS/KPG/22-23/2046/I  Dated- 16/03/2023 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে – 

১) পদের নাম – হিসাবরক্ষক ‘ (Accountant ) 

শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ১ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে ।  

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

২) পদের নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক ‘  (Lower Division Clerk) শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ১ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে ।  

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

৩) পদের নাম – অডিওলজিস্ট ‘ (Audiologist) 

 শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ১ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৪০  বছরের মধ্যে ।  

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অডিওলজি /প্যাথেলজি বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে । 

৪) পদের নাম – অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট (Audiometric Assistant) 

 শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ১ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০  বছরের মধ্যে ।  

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে । 

৫) পদের নাম -ইন্সট্রাকটর ‘ (Instuctor for the Young Hearing Impaired Children ) 

 শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ১ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০  বছরের মধ্যে ।  

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান প্রাসঙ্গিক বিষয়ে বি এড ডিগ্রিধারী  হতে হবে । 

৬) পদের নাম – হাসপাতাল আটেন্ড্যান্ট ‘ (Hospital Attendant) 

 শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ২ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০  বছরের মধ্যে ।  

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৭) পদের নাম – স্যানিটারি আটেন্ড্যান্ট ‘ (Sanitary Attendant) 

 শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ২ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০  বছরের মধ্যে ।  

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৮) পদের নাম- ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ”( Block  Public Health Manager)

শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ১ টি

বয়স- 

প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে অথবা এম এস সি ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । 

৯) পদের নাম- “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়স- 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাতে হবে। 

১০) পদের নাম- “স্টাফ নার্স” ( STAFF NURSE )

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স- 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

১১) পদের নাম- ‘মেডিসিন স্পেশালিষ্ট’ (Medicine  Specialist)

শূন্য পদ –  এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বেতন- 

৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর) 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে

১২) পদের নাম- পেডিয়াট্রিক স্পেশালিষ্ট’ ( Pediatic Specialist )

শূন্য পদ- এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বেতন-  

৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  হতে হবে ৬২ বছরের মধ্যে 

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে 

১৩) পদের নাম- ‘স্পেশালিষ্ট জি অ্যান্ড ও’ (Specialist  G AND O)

শূন্য পদ- এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বেতন-   

৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা –  

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে 

১৪) পদের নাম- ‘অপথালমোলজিস্ট স্পেশালিস্ট’ (Opthalmologist  Specialist)

শূন্য পদ–  এক্ষেত্রে  মোট শূন্য পদের সংখ্যা ১ টি  

বেতন-   

৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা-  

এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।

কাজের ধরণ- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH) দফতরের অধীনে  জাতীয় (NHM) স্বাস্থ্য মিশনের তত্বাবধানে কাজ করতে হবে। তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhealth.gov.in) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে তা আপলোড করতে হবে । সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে । 

নিয়োগ পদ্ধতি – 

এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । পরবর্তী ধাপে দিতে হবে ইন্টারভিউ । এরপর সফল এবং যোগ্য প্রার্থী দের প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কালিংপং জেলার স্বাস্থ্য দফতরে ।   

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) -এ 

আবেদনের শেষ তারিখ 27/03/2023  

আমরা আছি আপনাদের সঙ্গে ,চোখ রাখুন bongodhara.com-এ h

Official Notice : Download

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH

Leave a Comment