রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট সুযোগ । এবার লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্য তথা দেশের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা । এক্ষেত্রে UGC নিয়মানুসারে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে । তেমনি নিয়োগ হওয়া সফল এবং যোগ্য পদাধিকারীকে বেতন দেওয়া হবে কলেজ সার্ভিস কমিশনের যাবতীয় আইন পরি কাঠামো অনুযায়ী । তবে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে রাজ্য সরকারের তত্বাবধানে । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছে অতিদ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ । তাহলে আসুন চট জলদি দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ – Rect./U. Off./Librarian/2023 Dated : 16.02.2023
আবেদন পদ্ধতি—
সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয় মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে (ONLINE )আবেদন করতে হবে। অফলাইনে (OFFLINE ) আবেদনের কোনও সুযোগ নেই।
৩. প্রথমে আবেদনকারীকে সরাসরি কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইট (www.klyuniv.ac.in) থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম——————————
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—-
c. লিঙ্গ————————————-
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———-
e. শিক্ষাগত যোগ্যতা————————-
f. প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা————
g. মোবাইল নম্বর————————-
h. ইমেল আইডি ————————-
ইত্যাদি উল্লেখ করতে হবে । এরপর আবেদন পত্রে প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের পাসপোর্ট ছবি যেমন আপলোড করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সই (Signature) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারীকে UGC – এর নিয়মানুসারে প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । এরপর আবেদনকারি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর মুল্যয়নের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে ,
১) আঁধার কার্ড
২) বয়সের প্রমান পত্র
৩) জাতিগত সংশাপত্রের প্রমান পত্র
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমান পত্র
৬) পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে
পদের নাম – লাইব্রেরিয়ান ” (LIBRARIAN)
শূন্য পদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
উপরিল্লিখিত তিনটি পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই লাইব্রেরী সায়েন্স/ ডকুমেন্টারি সায়েন্স/ইনফরমেশন সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রী /P.hd ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা –
উল্লেখিত তিনটি পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের ঊর্ধ্বে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন –
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে কলেজ সার্ভিস কমিশনের নিয়মানুযায়ী সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যাওয় কর্তৃপক্ষের তরফ থেকে প্রতি মাসে ৬৭,০০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও নিযুক্ত কর্মী পাবেন যাবতীয় সরকারি সুবিধা ।
আবেদন ফী –
উল্লেখিত পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের নামে ।
আবেদনের শেষ তারিখ – 20/03/2023
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.klyuniv.ac.in) অথবা ( www.kums.klyuniv.ac.in) -এ
Official Notice : Download Here
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #UGC #UNIVERSITY #RECRUITMENT #KALYANI UNIVERSITY #LIBRARIAN