অবশেষে রাজ্যে শিক্ষক ও গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Group C Job Recruitment

কলকাতা – রাজ্যের চাকরি প্রার্থীদের সামনে এবার মহা সুযোগ । এবার বেশ কয়েকটি পদের জন্য কর্মী নিয়োগ হতে চলেছে এক্ষেত্রে রাজ্যের সরকারি প্রতিষ্ঠানে। ইতিমধ্যে তার জেরে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। মাধ্যমিক পাশে এই শূনয়পদ গুলিতে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থী রাজ্যে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী এবং যোগ্য তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত পড়ে তারপর আবেদন করবেন। একাধিক বিষয়ে পারদর্শী চাকরি প্রার্থীদের সরকারি কর্মীদের মাস মাইনার সমতুল্য কর্মী হিসাবে নিযুক্ত করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ।  তাহলে আসুন জেনে নেওয়া যাক যাবতীয় বিষয় সম্পর্কে । 

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – No. (C/lll/lE/VolX/72     Dated – 17/02/2023 

আবেদন পদ্ধতি – 

এক্ষেত্রে Online – এ আবেদন করতে হবে । অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই । প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইট Click Here গিয়ে প্রার্থীকে  নিজের নাম, মোবাইল , এবং ইমেল আইডি দিয়ে লগ ইন করে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদনপত্রের সংশ্লিষ্ট কলম গুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর প্রার্থীকে তার নিজের সই স্ক্যান করে এবং পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । সব শেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । 

নিয়োগ পদ্ধতি – 

এক্ষেত্রে আবেদন পত্রের প্রাথমিক বাছাই বা শর্ট লিস্টিং করে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে স্ক্রিনিং টেস্ট-র জন্য । এরপর হবে ইন্টার্ভিউ । সবশেষে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা যাচাইয়ের পর প্রার্থীর জমা করা নথি পত্র অর্থাৎ ডকুমেন্টস খুঁটিয়ে দেখে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আঁধার কার্ড

ভোটার কার্ড

বয়সের প্রমান পত্র 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

প্রাসঙ্গিক বিষয়ে কাজের প্রমান পত্র 

বাসস্থানের প্রমান পত্র 

জাতিগত সংশাপত্রের প্রমান

পাসপোর্ট সাইজের ছবি , 

পারিবারিক আয়ের প্রমাণ পত্র , ইত্যাদি  

 

সব শেষে দেখে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে – 

১) পদের নাম – ” সহকারী শিক্ষক “( ASSISTANT TEACHER)

শূন্যপদ – ১ টি 

মাসিক বেতন – 

এ ক্ষেত্রে নিযুক্ত শিক্ষক কে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রতিমাসে ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

বয়স সীমা –  

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা –  

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সিনিওর সেকেন্ডারি/ স্নাতক হতে হবে । পাশাপাশি শিক্ষা অর্থাৎ এডুকেশন বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও কম্পিউটার বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

২) পদের নাম – ” স্টেনোগ্রাফার ” (STENOGRAPHER)

শূন্যপদ – ১ টি 

মাসিক বেতন – 

এ ক্ষেত্রে নিযুক্ত শিক্ষক কে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রতিমাসে ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

বয়স সীমা –  

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা –  

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা থাকতে হবে । এ ছাড়াও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ।  

পদের নাম – ” লোয়ার ডিভিশন ক্লার্ক ” (LOWER DIVISION CLERK ) 

শূন্যপদ – ১ টি 

মাসিক বেতন – 

এ ক্ষেত্রে নিযুক্ত শিক্ষক কে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রতিমাসে ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

বয়স সীমা –  

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা –  

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি মিনিটে ৩০ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে । এ ছাড়াও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ।  

আবেদন ফী –

এক্ষেত্রে আবেদনকারীদের স্টেনোগ্রাফার পদের জন্য ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের নামে । 

তবে এই নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে অন্তত দু বছরের জন্য প্রবেশন পিরিয়ডে থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থার অধীনে । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.cbarrackpore.org অথবা http://barrackpore.cantt.gov.in – এ

আবেদনের শেষ তারিখ – 13/03/2023  

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG – #WB #RECRUITMENT #CANTONMENT BOARD #BARRACKPORE #JOB NEWS

Leave a Comment