অবশেষে রাজ্যে শিক্ষক ও স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Teachers Recruitment

একে তো আর্থিক দৈন দশা তার ওপর গোটা রাজ্য জুড়ে স্কুল সার্ভিস এবং প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়গে ব্যপক দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে জেরবার তৃণমূলের মা মাটি মানুষের সরকার। সাম্প্রতিক টেট কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি আড়াল করতে ঠিক কী করা উচিৎ বা কী করা উচিৎ নয় তা বুঝে উঠতে পারছে না এ রাজ্যের বর্তমান সরকার। তার ওপর দিনেরপর দিন লাগামহীন ভাবে বেকারের সংখ্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় অতি সন্তর্পণে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার। 

সেই লক্ষ্যে দিন কয়েক আগেই এই টানা পোড়েনের মাঝেই চুক্তি ভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসন। এ বিষয়ে দিন কয়েক আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (School Education Department) দফতর ও সংশ্লিষ্ট জেলা প্রশাসন । শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়ে মোট শূন্য পদের সংখ্যা বেশ কয়েকটি । বর্তমান সরকারি চাকরির বাজারে সংখ্যা টা নেহাত কম নয়। উল্লেখিত  শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন । তবে সঠিক সময়ে নির্দিষ্ট ক্রাইটেরিয়া (Criteria) মেনে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে উল্লেখিত পদের জন্য । শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তবে ওই প্রার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জারি করা ওই বিজ্ঞপ্তি মারফৎ। সরাসরি চাকরির সুযোগ নিতে বিশেষ করে যে সকল চাকরি প্রার্থীরা শিক্ষাকতার প্রফসনে যেতে ইচ্ছুক সেই সকল চাকরি প্রার্থীরা দ্রুত প্রস্তুতি নিতে চটপট পড়ে নিন নিচের প্রতিবেদন টি ।  

প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদের যাবতীয় বিষয় সম্পর্কে – এক্ষেত্রে মোট দু’তরফে যেমন প্রাইমারী অর্থাৎ প্রাথমিক অন্যদিকে আপার  প্রাইমারী অর্থাৎ উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেবেল মিলিয়ে শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে মোট শূন্য পদের সংখ্যা ১০ টি । 

উল্লেখিত শূন্য পদের মধ্যে উচ্চ (Upper Primary ) প্রাথমিক /মাধ্যমিক (Secondary) / উচ্চ (Higher Secondary) মাধ্যমিক লেবেলের বিদ্যালয়ে ৪ জন শিক্ষক নেওয়া হবে এবং অশিক্ষক কর্মীর শূন্য পদের সংখ্যা ১ টি । এ ক্ষেত্রে যে যে বিষয়ে শিক্ষক নেওয় হবে সেগুলি হল , 

১) ফিসিক্স ‘ ( PHYSICS ) ভৌত বিজ্ঞান  বিষয়ে একজন 

২) কেমিস্ট্রি (CHEMISTRY ) অর্থাৎ রসায়ন ‘ বিষয়ে একজন 

৩) লাইফ সায়েন্স ( LIFE SCIENCE) অর্থাৎ জীবন বিজ্ঞান ‘ বিষয়ে একজন এবং 

৪) ম্যাথেমেটিক্স (MATHEMATICS ) অর্থাৎ অঙ্ক ‘ বিষয়ে একজন । 

 

অন্যদিকে  প্রাইমারি (Primary)  অর্থাৎ প্রাথমিক স্কুলের জন্য শিক্ষক পদে শূন্যপদের সংখ্যা ৪ টি এবং অশিক্ষক কর্মী নেওয়া হবে ১ জন । 

পেনশনের(pension) পরিমাণ উল্লেখ করতে হবে । 

8. এবার আবেদনকারীকে তার স্থায়ী ঠিকানার বিবরন দিতে হবে ( সেখানে আবেদনকারীকে ব্লক অথবা মহকুমা/ গ্রাম/ পুরসভা/পঞ্চায়েত উল্লেখ করতে হবে 

৯. তারপর আবেদনকারীকে দিতে হবে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি

সব শেষে নিজের সই করে আবেদন পত্রটি সরাসরি ইন্টারভিউয়ের সময় তা সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে । 

নিয়োগকারী সংস্থা – 

শিক্ষক এবং অশিক্ষক কর্মী দুটি পদের জন্য নিয়োগ করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর । তবে নিয়োগের বিষয়ে যাবতীয় তত্বাবধায়ক হিসাবে কাজ করছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।  

নিয়োগ পদ্ধতি – 

নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । সরাসরি ইন্টারভিউ এবং আবেদনকারী প্রাথির জগ্যতাআর ওপর মুল্যয়ন করে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দয়া সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে । 

বয়স সীমা – 

শিক্ষক এবং অশিক্ষক দুটি পদেই আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে হলে চলবে না । 

শিক্ষাগত যোগ্যতা – 

উচ্চ প্রাথমিক /মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক লেবেলের বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে গ্র্যাজুয়েট / অনার্স গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি উল্লেখিত বিষয়ে সরকারি বিদ্যালয়ে শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে । এছাড়াও আবেদনকারী প্রার্থীকে বি এড পাশ হতে হবে । 

অন্যদিকে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক স্কুলের জন্য শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হওয়ার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে । এছাড়াও আবেদনকারীকে ডি এল এড পাশ হতে হবে । 

তবে উভয় ক্ষেত্রে ক্লার্ক ‘ পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে অবসর প্রাপ্ত সরকারি ক্লার্ক হতে হবে । 

আবেদন পদ্ধতি – 

শিক্ষক এবং অশিক্ষক দুই পদের আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । শুধুমাত্র নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সকল ডকুমেন্টের ফটো এবং অরিজিনাল কপি সহযোগে আবেদনকারী প্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের জন্য সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে হাজির থাকতে বলা হয়েছে । এ ক্ষেত্রে আবেদনকারীকে নিজের একটি জীবনী পঞ্জি অর্থাৎ বায়োডাটা তৈরি করে নিতে হবে । ওই বায়োডাটাতে  আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত বিষয় গুলি উল্লেখ করতে হবে । যেমন ,  

১. কোন পদের জন্য আবেদন করবেন তা প্রথমেই উল্লেখ করতে হবে । 

২. যদি শিক্ষক পদে আবেদন করেন তাহলে কোন বিষয়ের শিক্ষক হিসাবে আবেদন করছেন তা লিখতে হবে ।

৩. এবার আবেদনকারীকে নির্বাচন করতে হবে কোন স্কুলের শূন্য পদের জন্য তিনি আবেদন করছেন ।

৪. উল্লেখিত স্কুলটি কোন ব্লকে অবস্থান করছে তাও আবেদনকারীকে নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে ।

৫. এবার জানাতে হবে প্রার্থীর নাম (NAME)

৬. বয়স/ জন্ম তারিখ (AGE)

৭. লিঙ্গ (GENDER)

৮. ০১. ০১. ২০২৩ অনুসারে প্রার্থীর বর্তমান বয়স উল্লেখ করতে হবে। (AGE AS ON 01-01-2023 )

৯. শিক্ষাগত যোগ্যতা (EDUCATIONAL QUALIFICATION)

১০. এ ছাড়াও প্রার্থী যদি আগে শিক্ষাকতা করে থাকেন তাহলে পূর্ববর্তী কর্মস্থানের যাবতীয় তথ্য জানাতে হবে। 

যেমন , 

1. পূর্বে বা আগে কোন সংস্থায় তিনি যুক্ত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরন দিতে হবে । 

2. তিনি কোন বিভাগের শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন তাও জানাতে হবে ।

3. পূর্বে তিনি কত বেতন পেতেন তাও উল্লেখ করতে হবে ।

4. কবে তিনি ওই কাজ থেকে অব্যহতি (retirement)নিয়েছেন  তাও জানাতে হবে । 

5. আবেদনকারীর বিরুদ্ধে কোনও প্রকার ফৌজদারি মামলা আছে কিনা তাও পরিষ্কার করে উল্লেখ করতে হবে ।

6. পূর্বের কর্মস্থানে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অসামাজিক আচড়নের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তাও জানাতে হবে সংশ্লিষ্ট আবেদন ফর্মে

7. আবেদনকারী যদি বর্তমানে ওই কাজে যুক্ত থাকেন কিংবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে অব্যহতি নিয়ে থাকেন তাহলে আবেদন কারীর বর্তমান মাস মাইনা এবং 

সরাসরি ইন্টারভিউ (Walk in Inteview) -র স্থান  এবং সময় –  

রাজ্য স্কুল শিক্ষা দফতর এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে উল্লেখিত ওই বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন ও সময় এবং স্থান ও উল্লেখ করা হয়েছে । 

শিক্ষক এবং অশিক্ষক কর্মী দুটি পদের ক্ষেত্রেই সরাসরি ইন্টারভিউয়ের জন্য প্রার্থীকে মুর্শিদাবাদের ‘ লালবাগ ‘ সাবডিভিশনাল অফিসে  আগামী ২রা মে অর্থাৎ 02/05/2023 তারিখে সকাল ১০.৩০ টার সময়ে হাজির থাকতে বলা হয়েছে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস –  

তবে উল্লেখিত দুই পদের ক্ষেত্রেই প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে । 

আবেদনকারীকে তার আবেদন ফর্মের সঙ্গে 

ভোটার কার্ড , 

আঁধার কার্ড 

বয়সের প্রমান পত্র 

শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র 

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র  

পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি জমা করতে হবে । 

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  www.murshidabad.gov.in 

চাকরির খবরের  আপডেট পেতে নজর রাখুন bongodhara.com  

Official Notice : Download Here

TAG- #EDUCATION #TEACHER #NON TEACHER #JOB NEWS #WB JOB #PRIMARY #HS #SECONDARY

Leave a Comment