অবশেষে রাজ্যে শুধু ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন -WB Job Recruitment

পুরুলিয়া – আপনি কি শিক্ষাকতা করতে চান , তাহলে এই চাকরির খবর টি নেহাত আপনার জন্য । আসলে বর্তমান বাজারে সরকারি হোক কিংবা বেসরকারি চাকরি একটা হলেই হল । করুন চাকরির বাজারে যে কোনও নিয়োগের খবর যে চাকরি প্রার্থীদের কাছে খুশির খবর তা বলাই বাহুল্য । এবার শিক্ষা কতার সুযোগ আপনার সামনে । তাও আবার সৈনিক স্কুলে । সম্প্রতি এ রাজ্যের পুরুলিয়া জেলার (PURULIA SOINIK SCHOOL) সৈনিক স্কুলে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন । এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ইন্টার ভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে শিক্ষক পদের জন্য । চট জলদি দেখে নিন প্রকাশিত বিজ্ঞপ্তির খুঁটিনাটি তথ্য সম্পর্কে । 

শূন্যপদের বিবরণ – 

পদের নাম – প্রশিক্ষিত শিক্ষক  সমজ বিজ্ঞান (TRAINED GRADUATE TEACHER FOR SOCIAL SCIENCE ) 

শূন্য পদের সংখ্যা – ১ টি 

শিক্ষাগত যোগ্যতা – 

এক্ষেত্রে আবেদনাকারি প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে  রাষ্ট্র বিজ্ঞান অথবা ইতিহাস বিষয় নিয়ে স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে । তৎসহ ইঙ্গারাজি ভাষায় পারদরশি যেমন হতে হবে তেমি শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে । 

বয়স সীমা – 

Aউল্লেখিত শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১ লা ফেব্রুয়ারি ২০২৩ -এর হিসাবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষক কে প্রতি মাসে ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

নিয়োগকারী সংস্থা – 

চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া শিক্ষক কে পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলার সৈনিক স্কুলে শিক্ষাকতা করতে হবে । এবং সৈনিক স্কুলের যাবতীয় নিয়ম বিধি মেনে চলতে হবে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । 

আবেদন ও নিয়োগ প্রক্রিয়া – 

উল্লেখিত শিক্ষক পদের ক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । শুধুমাত্র আবেদনকারী প্রার্থীকে তার বায়ো ডাটা অর্থাৎ জীবনী পঞ্জি সহ যাবতীয় নথি পত্র সহযোগে সরাসরি ইন্টার্ভিউয়ের জন্য সংশ্লিষ্ট দিন এবং সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ । ইন্টারভিউয়ের স্থান এবং সময় –

Date of Interview – 10-02-2023 time – 08.30 am

Place of Interview –  Soinik School Purulia 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণ সহ সরাসরি ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে তার  

বয়সের প্রমানপত্র, 

জাতীগত সংশাপত্র, 

শিক্ষাগত যোগ্যতা, 

ভোটার কার্ড, 

আঁধার কার্ড, 

অভিজ্ঞতার সংশাপত্র  

পাসপোর্ট সাইজের ছবি ,

ব্যাঙ্কের পাশ বই ইত্যাদি কাছে রাখতে হবে । 

বিস্তারিত জানতে ক্লিক করুন – www.sainikschoolpurulia.com

আমরা আছি আপনাদের সঙ্গে সর্বদা- সর্বত্র । চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG-  #PURULIA  #SCHOOL #ARMY #TEACHER #JOB #JOB NEWS

Leave a Comment