একে তো গত কয়েক বছর যাবত মারণ করোনা তার ওপর গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগে ব্যপক দুর্নীতির দায়ে জেরবার রাজ্যের শাসক দল । এর মধ্যেই দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যের বেকারের সংখ্যা । এই অবস্থায় অতি সন্তর্পণে নিজেদের স্বচ্চ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার। সেই লক্ষ্যে দিন কয়েক আগেই এই টানা পোড়েনের মাঝেই চুক্তি ভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসন। এ বিষয়ে দিন কয়েক আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (SCHOOL EDUCATION DEPARTMENT) দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলা প্রশাসন । এক্ষেত্রে প্রাথমিক – উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা একাধিক । বর্তমান সরকারি চাকরির বাজারে সংখ্যা টা নেহাত কম নয়। উল্লেখিত চুক্তি ভিত্তিক এই শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন। এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন । এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – 494/495 Dated – 22/05/2023
প্রথমেই জেনে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে –
এ ক্ষেত্রে মোট ছয়টি পদের ক্ষেত্রে আবেদন পত্র চাওয়া হয়েছে। যেমন,
১) শিক্ষক (TEACHER)
২) অশিক্ষক কর্মী (NON TEACHER)
৩) গ্রুপ – সি (GROUP – C)
৪) গ্রুপ – ডি (GROUP – D)
৫) নিরাপত্তা কর্মী (SECRURITY GUARD)
৬) নৈশ প্রহরী (NIGHT GUARD)
শিক্ষক পদের ক্ষেত্রে যে যে বিষয়ের ওপর আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল,
বাংলা (Bengali)
ইংরাজি (English)
অঙ্ক (Mathematics)
ইতিহাস (History)
ভূগোল (Geography)
উল্লেখিত শিক্ষক এবং অশিক্ষক পদ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা – 24 টি
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 01-01-2023 -এর হিসাবে 64 বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা —
শিক্ষক পদের ক্ষেত্রে :-
শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে । এছাড়াও প্রাথমিক স্কুলে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ৪৫ থেকে ৫০শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা যে কোনও শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । অবসর প্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়াহবে ।
অন্যদিকে উচ্চ প্রাথমিকে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে :-
গ্রুপ সি এবং গ্রুপ -ডি পদের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলেই চলবে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ।
নিয়োগের স্থান –
উল্লেখিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে রাজ্য শিক্ষা দফতরের অধীনে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের অধীনে জেলার একাধিক ইংরাজি ও বাংলা মাধ্যম স্কুলে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই। আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার যাবতীয় প্রমান পত্র সহযোগে নিজের বায়োডাটা অর্থাৎ জীবনী পঞ্জি সহ আগামী 7 থেকে 9 জুন তারিখ সকাল ১০ টার মধ্যে সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ।
Walk in Interiew – :
Date Of Interview –
07/06/2023 , 08/06/2023 & 09/06/2023 Time – 10.00 am
Place Of Interview –
Conference Hall of District Education Officer, Samagra Sikshya Mission , 8th Floor, New Administrative Building , Alipore, Kolkata -700027 .
প্রয়োজনীয় ডকুমেন্টস –
এক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে নিম্ন লিখিতি ডকুমেন্টস গুলি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে । যেমন ,
১) আঁধার কার্ড
২) নিজের বায়োডাটা
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৪) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫) জাতীগত সংশাপত্র
৬) বয়সের প্রমান পত্র
৭) বাসস্থানের প্রমান পত্র
৮) আবেদনকারীর নিজের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.s24pgs.gov.in
আমরাই দেবো সঠিক চাকরির খবর, চটজলদি আপডেট পেতে চোখ রাখুন bongodhara.com -এ
written by – Somnath Pal.
Official Notice : Download
TAG – #WB #EDUCATION #RECRUITMENT #JOB NEWS #TEACHER #NON TEACHER #CONTRACTUAL