নয়াদিল্লী – মাত্র কয়েক দিনের ব্যবধান । মাস ফুরোতেই মন্ত্রী সভার বৈঠক । আর তার পরই সমস্ত জল্পনার অবসান। আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সুখবর পেতে পারেন পারেন দেশের কয়েক কোটি সরকারি কর্মীরা । শুধুকি কর্মরত চাকুরিজীবী, এর সঙ্গে কয়েক লক্ষ পেনশনার অর্থাৎ অবসর প্রাপ্ত সরকারি কর্মীদেরও একেবারে সোনায় সোহাগা । আসন্ন মন্ত্রীসভার বৈঠকেই হতে পারে পাকাপাকি সিদ্ধান্ত । সরকারি কর্মীদের বর্ধিত ডিএ (DA) -র পরিমাণ এক ধাক্কায় পৌঁছে যেতে পারে ৪২ শতাংশে । সরকারি সুত্রে খবর এমনটাই ।
ইতিমধ্যেই সরকারি কর্মী মহলে বর্ধিত ডিএ নিয়ে চলছে জোর জল্পনা । তবে ডিএ নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে গুঞ্জন টা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই । চলতি বছরের প্রথম মাসেই সরকার কর্মীদের DA বাড়াতে পারে বলে মনে করা হয়েছিল । কিন্তু আদতে তা সম্ভব হয়নি । ফলে চলতি বছরের শুরুতেই বর্ধিত ডিএ-র ভাঁড়ার অপূর্ণই থেকে যায় সরকারি কর্মীদের ।
তার ওপর জল্পনা শুরু হয় সাম্প্রতিক বাজেট অধিবেশন কে ঘিরে । সরকারি কর্মীরা মনে করেছিলেন বাজেট অধিবেশনের মঞ্চেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে সরকার । কিন্তু বাজেটেও ডিএ – এর স্বপ্ন অধরাই থেকে গিয়েছে ।
তবে কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো । এবার বুঝি সমস্ত জল্পনার সমাপ্তি ঘটাতে চলেছে কেন্দ্র সরকার । আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ক্যাবিনেট মিটিং-এ সরকারি কর্মীদের ডিএ -র বিষয়ে শীলমোহর দেওয়া হতে পারে বলে সরকারি সুত্রে খবর । এই বর্ধিত ডিএ-র দৌলতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ -র পরিমাণ ৩৮ থেকে পৌঁছে যাবে ৪২ শতাংশে । চলতি বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকেই এই বর্ধিত ডি এ -র সুবিধা পেতে পারেন কয়েক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীরা ।
এমনকি মার্চ মাসের বেতনের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত ডিএ – র হাত ধরে কয়েকগুন বেতন অর্থাৎ বকেয়া পাওনা গণ্ডা পেয়ে যেতে পারেন । এক কথায় বলতে গেলে জানুয়ারি থেকেই সেই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে মার্চ মাসের বেতনের সঙ্গে দুই মাসের বকেয়া ডিএ ঢুকে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। পাশাপাশি প্রতি বছরের মতো এবারও বছরের মাঝামাঝি সময়ে ফের একবার ডিএ বাড়াতে পারে কেন্দ্র সরকার । চলতি বছর উৎসবের প্রাক্কালে সেই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে ।
তবে গত বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে জানুয়ারিতে এবং বছরের মাঝামাঝি জুলাইতে ।
তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – DA# GOVT #EMPLOYER#DEARNESS ALLOWENCE #INCREASE