অবশেষে SSC-র মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ -Govt Job Recruitment 2023

দীর্ঘ দু’বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফলস্বরুপ চলতি বছরের শুরু থেকে রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে কর্মী নিয়োগের খবর যে নতুন করে আশার আলো দেখাচ্ছে তা বলাই বাহুল্য।   

বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এগারো হাজার কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একাধিক দফতরে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সাতফ সিলেকশন কমিশন (STAFF SELECTION COMMISSION)  মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।   চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একাধিক দফতরের অফিসে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়।  এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে স্টাফ সিলেকশন কমিশনের  ওয়েব ( www.ssc.nic.in) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ 

নিজের ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

আবেদন জানানোর শেষ তারিখ চলতি  আগামী ফেব্রুয়ারি মাসের ১৭  তারিখ অর্থাৎ 17/02/2023 

নিয়োগ পদ্ধতি-

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের দুটি ধাপে পরীক্ষা দিতে হবে । প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার জন্য এর জন্য বরাদ্দ রয়েছে ১২০ নম্বর । এরপর পরবর্তী ধাপে ঊত্তির্ন প্রার্থীদের দিতে হবে মেইন পরীক্ষা ।  এই পরীক্ষায় থাকবে ১৫০ নম্বরের প্রশ্ন পত্র । লিখিত পরীক্ষায় সফল এবং জগ্যদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । এরপর রয়েছে মেডিক্যাল অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা । সব শেষে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রাআরথি তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট দফতর মারফৎ । 

পরীক্ষা কেন্দ্র:-

সারা দেশ জুড়েই এই পরীক্ষার অসংখ্য কেন্দ্র রয়েছে। আবেদনকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী অফিসিয়াল নোটিফিকেশন দেখে পরীক্ষা কেন্দ্র বেছে নিয়ে আবেদন করবেন।

 

এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে—

এক্ষেত্রে মোট দুটি শূন্যপদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।

১) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- Non Technical)

২) হাবিলদার (Havaldar )

বয়স সীমা –

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

মাসিক বেতন-   

উভয় পদের ক্ষেত্রেই নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর শুরুতেই প্রতি মাসে ২৬,৫৫৯ থেকে ৩০,৭৪৯ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তারপর ধীরে ধীরে এই বেতনের পরিমাণ আরও বাড়বে।

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতর জব্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করার যোগ্য ।

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

 ১) আঁধার কার্ড 

২) নিজের বায়োডাটা 

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৪) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫) জাতীগত সংশাপত্র 

৬) বয়সের প্রমান পত্র

৭) বাসস্থানের প্রমান পত্র 

৮) আবেদনকারীর নিজের  পাসপোর্ট সাইজের ছবি ,ইত্যাদি। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন ( www.ssc.nic.in)  -এ  

বেকার চাকরি প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য।  

চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com-এ 

Official Notice : Download 

TAG-  JOB NEWS# GOVT JOB# RECRUITMENT#SSC #STAFF SELECTION COMMISSION

Leave a Comment