ইন্ডিয়ান অয়েলের (Indian Oil Corporation ) নাম শোনেননি এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল । এবার ইন্ডিয়ান অয়েলে ১৬ লক্ষ টাকা বেতনের চাকরির সুযোগ আপনার সামনে । সময় নষ্ট না করে চটপট দেখে নিন বিস্তারিত তথ্য সম্পর্কে । সম্প্রতি বেশ কয়েক টি পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন । এ ক্ষেত্রে গোটা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদের জন্য । সম্পূর্ণ এই নিয়োগ (Recruitment ) প্রক্রিয়াটি সম্পন্ন হবে সংশ্লিষ্ট সংস্থার তত্বাবধানে । এক্ষেত্রে নিযুক্ত সফল এবং যোগ্য প্রার্থীকে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অধীনে দেশের একাধিক প্রাকৃতিক গ্যাস এবং তৈল খনি অঞ্চল সহ উত্তোলন কেন্দ্রে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটির যাবতীয় তথ্য পেতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Advt. No. RD/FTE-2023 Dated – 28/02/2023
আবেদন পদ্ধতি –
এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইন ও অফলাইনদু তরফেই আবেদন আবেদন করতে হবে । প্রথমে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েব (www.iocl.com ) সাইটে গিয়ে আবেদনকারীকে তার মোবাইল নম্বর এবং ইমেল আই ডি দিয়ে আবেদন পত্রটি ডাউন লোড করতে হবে । অনলাইনে আবেদনের সময় আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে উক্ত আবেদনপত্রের একটি প্রিন্ট কপিও করে নিতে হবে । তারপর ওই আবেদন ফর্মের প্রিন্ট কপিটি প্রমাণ স্বরুপ প্রার্থীকে তার নিজের সই করে এবং সাম্প্রতিক সময়ের ছবি সাঁটিয়ে সকল ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।
অফলাইনে আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Advertiser, Post Box No.3096, Head Post Office, Lodhi Road, New Delhi -110003
নিয়োগ পদ্ধতি –
এ ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে আবেদনকারীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য । তার পর হবে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা প্রমানের পরীক্ষা। এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে পারসোনাল ইন্টারভিউয়ের জন্য । সবশেষে দৈহিক সক্ষমতা এবং আবেদনকারীর পারদর্শিতা প্রমানের প্রমানের পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন মারফৎ নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । এই নিয়োগ প্রক্রিয়া টি আগামী মে মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন পত্র পূরণ সহ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস যেমন , শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র , বয়সের প্রমাণ পত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার সংশাপত্র , জাতিগত সংশাপত্র , বাসস্থান বা ঠিকানার প্রমাণ পত্র , আঁধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড ,পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে ।
নিয়োগকারী সংস্থা –
এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের ইন্ডিয়ান (INDIAN OIL CORPORATION) ওয়েল কর্পোরেশনের অধীনে দেশের একাধিক তৈল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র যেমন অসমের ডিগবয় – উড়িষ্যার পারাদ্বিপ – পশ্চিমবঙ্গের হলদিয়া – গুজরাটের ভাদোদরা – সহ বিহারের বারাউনি এলাকায় বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে ।
শূন্যপদের বিবরণ –
১) পদের নাম – এক্সিকিউটিভ লেবেল ওয়ান ( Executive Level L1)
শূন্যপদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৯৬ টি
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অব টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে । পাশাপাশি মেকানিক্যাল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একেধিক বিষয়ে পারদর্শিতা এবং ডিগ্রিধারী হতে হবে । এছার সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতন পরিকাঠামো –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ বাৎসরিক ১২ লক্ষ টাকা সাম্মানিক বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে বিমা – চিকিৎসা সুবিধার পাশাপাশি ফ্রি ফোন পরিষেবা এবং যাবতীয় সরকারি সুবিধা ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
২) পদের নাম – এক্সিকিউটিভ লেবেল টু ( Executive Level L2 )
শূন্যপদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১০ টি
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অব টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে । পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একেধিক বিষয়ে পারদর্শিতা এবং ডিগ্রিধারী হতে হবে । এছার সংশ্লিষ্ট বিষয়ে দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতন পরিকাঠামো –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ বাৎসরিক ১৬ লক্ষ টাকা সাম্মানিক বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে বিমা – চিকিৎসা সুবিধার পাশাপাশি ফ্রি ফোন পরিষেবা এবং যাবতীয় সরকারি সুবিধা ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
আবেদন ফী –
উল্লেখিত পদে গুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার নামে ৩০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।
অনলাইনে আবেদনের শেষ তারিখ – ২২শে মার্চ অর্থাৎ 22/03/2023
অফলাইনে আবেদনের শেষ তারিখ – ৬ই এপ্রিল 06/04/2023
আরও বিস্তারিত জানতে দেখে নিন (www.iocl.com )
Official Notice : Download Here
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #INDIAN OIL #RECRUITMENT #JOB #OIL &GAS