কথায় বলে বাণিজ্য বসতে লক্ষ্মী । ব্যবসা- বাণিজ্যই লক্ষ্মী অর্থাৎ ধন সম্পত্তি লাভের আসল চাবি কাঠি । তার ওপর আপনার যদি লাখ কিংবা কোটি পতি হওয়ার স্বপ্ন থাকে তাহলে তো আর কথায় নেই । সরকারি কিংবা বেসরকারি চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা । ওই টাকায় অগ্নি মুল্যের বাজারে সংসার চালানোই দায় তার ওপর নাকি কোটি পতি হওয়ার অলীক স্বপ্ন । এমনিতেই গত কয়েক বছর যাবত গোটা পৃথিবীর আর্থিক হাল বেশ শোচনীয়। বেহাল আর্থিক মন্দার কবলে পড়ে সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। তাই সহজেই আপনার কোটি পতি হওয়ার স্বপ্ন পূরণ করতে চাইলে মনের মতো ব্যবসাই একমাত্র পথ । এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন আপনি যদি মাত্র পাঁচ বছরেই কোটি পতি হতে চান তাহলে এই ধরণের ব্যবসা আপনার স্বপ্ন কে স্বার্থক করবে নিশ্চিত ।
কিন্তু সেখানেও রয়েছে সমস্যা । কারণ ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার । কোথায় গেলে পাওয়া যাবে পুঁজি। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ সরকারি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজেই পুঁজি অর্থাৎ মুলধনের ক্ষেত্রে টাকার সন্ধান হতে পারে। তাই চিন্তা না করে নিজে অথবা সরকারি অনুদান প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে এই ধরণের ব্যবসা শুরু করা যেতে পারে। কিন্তু কি ব্যবসা শুরু করলে ভালো হয় তা বুঝে ওঠা বেশ মুশকিল। ঠিক কি ধরণের ব্যবসা করলে আপনি সহজেই হতে পারবেন লাখপতি । তবে ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা হওয়া বিশেষ প্রয়োজন।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আজ আমরা আপনাদের সামনে এমন কয়েকটি ব্যবসার কথা বলব যা আপনাকে খুব অল্প দিনেই মিলিওয়নার বা লাখপতি বানিয়ে দিতে পারে খুব সহজেই । তাহলে আসুন নিচের প্রতিবেদনটিতে চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক।
১) বিজনেস কনসালটেন্সি (Business Consultancy) –
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন , সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার বাজারে বেকার যুবক – যুবতীরা চাকরির ইঁদুর দৌড় থেকে বেশ খানিক টা দূরে গিয়ে ছোট খাটো ব্যবসাকেই নিজের জীবন জীবিকা হিসাবে বেছে নিতে চাইছেন । এই অবস্থায় আপনি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার সু পরামর্শ দিতে পারেন তাহলে অবশ্যই একটি বিসনেস কলসালটেন্সি খুলে নিতে পারেন । অর্থাৎ ব্যবসা খোলার আইডিয়াটাই যদি ব্যবসা হয় তাহলে আপনার প্রতিষ্ঠান চলবে গড়গড়িয়ে ।
২) এল্ডার কেয়ার (Elder Care ) –
একে বারে শুরু থেকে আজ পর্যন্ত বাড়ির বয়স্কদের যত্ন-আত্তির দরকারও কোনও দিন ফুরোবে না। এ বিষয়ে আপনি যদি নার্স-আয়া সেন্টার খুলতে পারেন তাহলে প্রতিমাসে ইনকাম হবে আকর্ষণীয় । এতে টাকার সাথে সাথে আপনার সামাজিক সুনাম ও বাড়বে দিনের পর দিন ।
৩) ফিনান্সিয়াল সার্ভিস (Financial Service)
বাজারে এখন হাজার হাজার ব্যবসায়িক কিংবা আর্থিক প্রতিষ্ঠান । আর এই সব প্রতিষ্ঠানের আওতায় পড়ছে অ্যাকাউন্টিং, বুককিপিং, ট্যাক্স প্রিপারেশনের মতো কাজ। বলাই বাহুল্য, বাজার মন্দা গেলেও এই সব পরিষেবার চাহিদায় কোনও ভাঁটা পড়বে না। অতএব, একটা ফার্ম তৈরি করা গেলে অঢেল লাভ বই বিন্দুমাত্র ক্ষতি নেই ।
৪) ক্লিনিং বিজনেস (Cleaning Business)
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন দিনের পর দিন বাড়ছে মানুষের চাপ । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের নিত্য দিনের চাহিদা । বিশেষ করে শহরে বা আরবান কোম্পানির জনপ্রিয়তা কেমন দিন দিন বাড়ছে, সে তো দেখাই যাচ্ছে চোখের সামনে। এই অবস্থায় পরিছন্ন পরিবেশ চান সকলেই । তাই আপনি ক্লিনিং বিসনেসে নজর দেন তাহলে বাজারের প্রয়োজন মতো আপনার প্রতিষ্ঠান চলবে সমান তালে ।
৫) এডুকেশন অ্যান্ড ট্রেনিং সার্ভিস (Education & Training Service) –
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন , যত দিন যাচ্ছে, ততই প্রয়োজনীয়তা বাড়ছে শিক্ষা মুলক ব্যবসায়িক প্রতিষ্ঠানের । আপনি যদি ভালো মানের শিক্ষক দিয়ে একটি ভালো মানের কোচিং সেন্টার বা শিক্ষা মুলক প্রতিষ্ঠান খুলে নিতে পারেন তাহলে খুব অল্প দিনেই যেমন আপনার নাম ছরিয়ে পড়বে তেমনি হাতে টাকাও আসবে বহুগুন ।
চাকরি হোক কিংবা নিত্য নতুন ব্যবসা, খোঁজ পেতে নজর রাখুন bongodhara.com-এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #NEW BUSINESS IDEA #SELF INCOME TIPS #EDUCATION #FINANCIAL #BUSINESS