কথায় বলে বাণিজ্য বসতে লক্ষ্মী । ব্যবসা- বাণিজ্যই লক্ষ্মী অর্থাৎ ধন সম্পত্তি লাভের আসল চাবি কাঠি । তবে সরকারি কিংবা বেসরকারি চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা । ওই টাকায় অগ্নি মুল্যের বাজারে সংসার চালানোই দায় তার ওপর নাকি লক্ষ্মী লাভ । এমনিতে গত কয়েক বছর যাবত গোটা পৃথিবীর আর্থিক হাল বেশ শোচনীয়। বেহাল আর্থিক মন্দার কবলে পড়ে সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। তাই সহজেই আপনার লাখ পতি হওয়ার স্বপ্ন পূরণ করতে চাইলে মনের মতো ব্যবসাই একমাত্র পথ । এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন আপনি যদি মাত্র কয়েক বছরেই লাখ পতি হতে চান তাহলে এই ধরণের ব্যবসা আপনার স্বপ্ন কে স্বার্থক করবে নিশ্চিত ।
কিন্তু সেখানেও রয়েছে সমস্যা । কারণ ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার । কোথায় গেলে পাওয়া যাবে পুঁজি। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ সরকারি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজেই পুঁজি অর্থাৎ মুলধনের ক্ষেত্রে টাকার সন্ধান হতে পারে। তাই চিন্তা না করে নিজে অথবা সরকারি অনুদান প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে এই ধরণের ব্যবসা শুরু করা যেতে পারে। কিন্তু কি ব্যবসা শুরু করলে ভালো হয় তা বুঝে ওঠা বেশ মুশকিল। ঠিক কি ধরণের ব্যবসা করলে আপনি সহজেই হতে পারবেন লাখপতি । তবে ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা হওয়া বিশেষ প্রয়োজন।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আজ আমরা আপনাদের সামনে এমন একটি ব্যবসার কথা বলব যা আপনাকে খুব অল্প দিনেই মিলিওয়নার বা লাখপতি বানিয়ে দিতে পারে খুব সহজেই । তাহলে আসুন নিচের প্রতিবেদনটিতে চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক।
আপনি যদি আপনার অফিসের আয়ের পাশাপাশি একটা ব্যবসা করতে চান তাহলে চা -পাতার ব্যবসা করতে পারেন । এই ব্যবসা টি আপনি মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগ করে প্রতিমাসে লাখ টাকাও কামাতে পারেন। শুধু মাত্র বর্তমান সময়ে নয়, একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সকাল কিংবা সন্ধ্যায় গৃহস্থ বাড়িতে চা পানের রীতি টা বেশ পুরনো । তার ওপর দেশের বেশিরভাগ বাড়িতেই সকালটা শুরু হয় চা দিয়ে। এই অবস্থায় আপনি অল্প পুঁজিতে যদি চা পাতার ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনার কাস্টমার বা গ্রাহক নিয়ে যেমন চিন্তার প্রয়োজন নেই তেমনি ব্যবসা করে লাভের অংক ঘরে তুলতে পারবেন নিশ্চিত ।
তবে সারা পৃথিবীতে চা -এর প্রচলন থাকলেও দার্জিলিং – আসামের চা সারা বিস্বে বেশ সমাদৃত । স্বাদ আর গন্ধে দার্জিলিং চায়ের জুড়ি মেলা ভার । শুধু মাত্র দেশের মাতিতে নয় বিদেশের মাটিতেও দার্জিলিং চায়ের চাহিদা অপরিসীম । এই ব্যবসাটি আপনি দুটি ভাগে করতে পারেন । খুচরো -পাইকারি দু’ভাবেই করতে পারেন । তবে ব্যবসার মূলধন বা পুঁজির পরিমাণ বেশ কম । দার্জিলিং এবং আসামের কালো চা মোটামুটি ১৪০ থেকে ১৮০ টাকা প্রতি কেজিতে আপনি পেতে পারেন। এই চা পাতা আপনি ২০০ থেকে ৩০০ টাকা প্রতি কেজিতে বিক্রি করতে পারেন। মাত্র ৫ হাজার টাকা দিয়ে শুরু করে প্রতিমাসে ২০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সহজেই । প্রথম অবস্থায় আপনার পরিচিত বন্ধু বান্ধব থেকেই আপনি এই ব্যবসা টি শুরু করতে পারেন । তার পর ব্যবসার শ্রী বৃদ্ধি হলেঈএবার আপনি আপনার নামে একটি ব্র্যান্ড তৈরি করে আপনার নিজস্ব কোম্পানি খুলে নিতে পারেন । তাহলে আর দেরি না করে এখন থেকেই শুরু করুন চা পাতার ব্যবসা । যা থেকে সংসার খরচা তো উঠবেই পাশাপাশি ব্যবসা জমলে আপনি সহজেই হতে পারেন লাখপতি ।
চাকরি কিংবা নিত্য নতুন ব্যবসা, খোঁজ পেতে নজর রাখুন bongodhara.com-এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #NEW BUSINESS IDEA #SELF INCOME TIPS #TEA #BUSINESS #MAKING MONEY