অষ্টম পাশে রাজ্য গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে আবেদন করুন -WB Group C, D Recruitment

সরকারি কিংবা বেসরকারি , স্থায়ী অথবা চুক্তি ভিত্তিক চাকরি একটা হলেই হল । কারণ চাকরির বাজারের বর্তমান যা হাল তা নতুন করে না বলাই ভালো । তবে এরি মাঝে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার সরকারি দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তবে এই নিয়োগ টি জেলা ভিত্তিক । সম্প্রতি এই মর্মে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর এবং জেলা প্রশাসন মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । অষ্টম অর্থাৎ ক্লাস এইট থেকে স্নাতক নির্দিষ্ট বিভাগ অ পদ অনুযায়ী চাকরি প্রার্থীরা এই ন্যগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । পাশাপাশি রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন ।  এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট জেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক পদে নিয়োগ করা হবে । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক আবেদন ও নিয়োগের যাবতীয় বিষয় সম্পর্কে । বিস্তারিত জানতে একেবারে শেষ পর্যন্ত ভালো ভাবে খুঁটিয়ে পড়ে নিন নিচের প্রতিবেদনটি । 

 প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Recruitment Notice  No: 349/BCW/MLD       Dated – 31/05/2023 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে – 

সংশ্লিষ্ট জেলা এবং দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট সাত টি পদের ক্ষেত্রে একাধিক শূন্যপদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । মুলত যে পদ গুলির জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে সেগুলি হল , 

১) হস্টেল সুপারিনটেনডেন্ট

২) কেয়ার টেকার 

৩) ম্যাট্রন 

৪) রাঁধুনি 

৫) সহায়ক

৬) দারোয়ান / নৈশ প্রহরী

৭) কর্ম বন্ধু 

মোট শূন্যপদ : একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী বারোটি শূন্যপদ 

বয়স সীমা – 

উপরোক্ত সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এক্ষেত্রে হস্টেল সুপারিনটেনডেন্ট এবং কেয়ার টেকার / ম্যাট্রন পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে যথাক্রমে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক এবং স্বীকৃত শিক্ষা প্রতিস্থান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ অতে হবে । অন্যদিকে এই তিনটি পদ ব্যাতিরেখে বাকি যাবতীয় যেমন ,  রাঁধুনি , সহায়ক , দারোয়ান / নৈশ প্রহরী , কর্ম বন্ধু এই চারতি পদের ক্ষেত্রে আবেদনকারীকে অষ্টম শ্রেনি অর্থাৎ ক্লাস এইট পাশ হতে হবে । 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে নির্দিষ্ট পদ অনুযায়ী সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে সর্বোচ্চ ১২,০০০ টাকা এবং সর্বনিম্ন ৩,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

নিয়োগ পদ্ধতি – 

সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগের জন্য সুপারিনটেনডেন্ট এবং কেয়ার টেকার / ম্যাট্রন পদের ক্ষেত্রে আবেদনকারীকে লিখিত পরীক্ষা দিতে হবে । বাকি অন্যান্য পদের ক্ষেত্রে আবেদনকারিকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । 

আবেদন পদ্ধতি – 

আবেদএর সময় প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে প্রথমেই আবেদন পত্র ডাউন লদ করে নিতে হবে । এরপর ঐ আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের সংশ্লিষ্ট জেলা আধিকারিকের দফতরে জমা করতে হবে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – 

OFFICE OF THE PROJECT OFFICER CUM DISTRICT WELFARE OFFICER, BACKWARD CLASSES WELFARE & TRIBAL DEVELOPMENT, MALDA, CEMETERY ROAD, NEAR BT COLLEGE, MALDA, ENGLISH BAZAR , PIN – 732101.  

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, জাতিগত সংশাপত্র , প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার সংশাপত্র এবং বয়সের প্রমান পত্রের প্রত্যয়িত নকল পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের অফিসে ।  

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানাতে হবে 14/06/2023 তারিখের মধ্যে । 

আর বিস্তারিত জানতে ক্লিক করুন www.malda.gov.in -এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG – #WB #JOB NEWS #GOVT JOB #OBC #BACKWARD CLASS

Leave a Comment