রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
কলকাতা – রাজ্যের চাকরি প্রার্থীদের সামনে এবার মহা সুযোগ। এবার বেশ কয়েকটি পদের জন্য কর্মী নিয়োগ হতে চলেছে সরকারি দপ্তরে। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটির তত্বাবধানে রয়েছে রাজ্য সরকার । কারণ এই সংস্থাটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা সত্ব্বেও এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের সঙ্গে ভারতীয় সেনা বাহিনীর সরাসরি কোনও সম্পর্ক নেই। এক্ষেত্রে অষ্টম শ্রেনি থেকে শুরু করে একাধিক বিষয়ে পারদর্শী দের রাজ্য সরকারি কর্মীদের মাস মাইনার সমতুল কর্মী হিসাবে নিযুক্ত করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক যাবতীয় বিষয় সম্পর্কে ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – No. (l/lll/lE/Volx/22 Dated – 31/12/2022
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে Online – এ আবেদন করতে হবে । অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই । প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইটে গিয়ে প্রার্থীকে নিজের নাম, মোবাইল , এবং ইমেল আইডি দিয়ে লগ ইন করে আবেদন পত্র দাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদনপত্রের সংশ্লিষ্ট কলম গুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর প্রার্থীকে তার নিজের সই স্ক্যান করে এবং পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । সব শেষে আবেদন পত্র টি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদন পত্রের প্রাথমিক বাছাই বা শর্ট লিস্টিং করে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে স্ক্রিনিং টেস্ট-র জন্য । এরপর হবে ইন্টার্ভিউ । সবশেষে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা যাচাইয়ের পর প্রার্থীর জমা করা নথি পত্র অর্থাৎ ডকুমেন্টস খুঁটিয়ে দেখে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হা তাএ নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আঁধার কার্ড
ভোটার কার্ড
বয়সের প্রমান পত্র
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
প্রাসঙ্গিক বিষয়ে কাজের প্রমান পত্র
বাসস্থানের প্রমান পত্র
জাতিগত সংশাপত্রের প্রমান
পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি
সব শেষে দেখে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে –
১) পদের নাম – সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( SUB ASSISTANT ENGINEER)
শূন্যপদ – ১ টি
মাসিক বেতন – ৯,০০০ থেকে ৪০,৫০০ টাকা পর্যন্ত ।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রী/ ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও পারসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
২) পদের নাম – পাম্প অপারেটর (PUMP OPERATOR)
শূন্যপদ – ১ টি
মাসিক বেতন – ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত ।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে আইটি আই (ITI) সার্টিফিকেট ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৩) পদের নাম – মিটার রিডার (METER READER)
শূন্যপদ – ১ টি
মাসিক বেতন – ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত ।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৩) পদের নাম – শ্রমিক ‘ (LABOUR)
শূন্যপদ – ১ টি
মাসিক বেতন – ৪,৯০০ থেকে ১৬,২০০ টাকা পর্যন্ত ।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি বা সমতুল পাশ হতে হবে ।
আবেদন ফী –
এক্ষেত্রে আবেদন কারীদের দুটি পদের ক্ষেত্রে (সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং মিটার রিডার) ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের নামে।
তবে এই নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে অন্তত দু বছরের জন্য প্রবেশন পিরিয়ডে থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থার অধীনে ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.cbarrackpore.org – তে
আবেদনের শেষ তারিখ – 31/01/2023
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – #WB #RECRUITMENT #CANTONMENT BOARD #BARRACKPORE #JOB NEWS