আইবি- তে মেগা রিক্রুটমেন্ট, বেতন মাসে লাখ টাকা, কিভাবে আবেদন করবেন ? জেনে নিন বিস্তারিত-IB Recruitment

 চাকরি প্রার্থীদের সামনে বড় সুযোগ । এবার কয়েকশো কর্মী নিয়োগ করা হবে
ভারত সরকারের স্বরাষ্ট্র  (HOME MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা
ইন্টিলিজেন্স ব্যুরো (INTELLIGENCE BUREAU) অর্থাৎ গোয়েন্দা দফতরে।
সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট
দফতর মারফৎ।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও
প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া
সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে  বিভিন্ন রাজ্যের গোয়েন্দা
শাখার অফিসে। অযথা সময় বিলম্ব না করে চটপট আবেদন করুন । দেখে নিন আবেদনের ও
নিয়োগের যাবতীয় নিয়ম বিধি ।  


ইন্টিলিজেন্স ব্যুরো মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ,
পদের নাম –
জুনিওর ইন্টিলিজেন্স অফিসার ‘( Junior Inteligence Officer)

শূন্য পদ
উল্লেখিত
আধিকারিক পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৩২৫ টি । (এক্ষেত্রে ১১৯
টি  তপশিলি জাতি, ৫৯ টি তপশিলি উপজাতি , ২১৫ টি ও বিসি এবং ৭৯ টি পদ
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের সংরক্ষিত । )

মাসিক বেতন

নিযুক্ত
কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতিমাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতন
দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।

বয়স সীমা
উল্লেখিত
পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
তবে তপশীলি জাতী , তপশীলি উপজাতি এবং ও বিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে
সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট পদ টিতে আবেদন করতে হলে  আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট
দফতরের ওয়েব সাইটে (www.mha.gov.in) অথবা (www.ncs.gov.in) গিয়ে
রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপর ওই আবেদন ফর্মের
নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। সব
শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE) স্ক্যান করে
আবেদন পত্রটি সাবমিট করতে হবে। তবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয়
নাগরিক হতে হবে।

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী আবেদনকারীকে
ভোটার ও আঁধার কার্ড , বাসস্থানের  প্রমান পত্র , বয়সের প্রমান পত্র,
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , জাতিগত সংশাপত্র সবই কাছে রেখে দিতে হবে ।

নিয়োগের ক্ষেত্রে প্রথমে  হবে লিখিত পরীক্ষা।  লিখিত পরীক্ষা কবে ,
কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে
দেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স প্রার্থীদের ডেকে
নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর যাবতীয় নথি ভেরিফিকেশনের পর সব শেষে
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে
দেওয়া হবে নিয়োগ পত্র।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
উল্লেখিত
পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স /
টেলিকমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা
অথবা ডিগ্রিধারী হতে হবে ।

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে ২১ শে জুন  অর্থাৎ 21/06/2023 -এর মধ্যে ।  
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  (www.mha.gov.in)

আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

Join Telegram Channel : Click Here

written by – Somnath Pal .

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #IB

Leave a Comment