চুক্তি(Contractual) কিংবা স্থায়ী, চাকরি (Gov Job)একটা হলেই হল। সাম্প্রতিক চাকরির বাজারের অবস্থা বেশ শোচনীয় । এই অবস্থায় যে কোনও নিয়োগের (Recruitment) খবর যে বেকার কর্ম প্রার্থীদের কাছে বেশ আনন্দের তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (Government Project) প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার (Health & Family Welfare) কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- Memo No- CMOH/APD/1666 Dated – 29/05/2023
প্রথমেই শূন্য পদের বিবরণ –
সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুটি বিভাগে একাধিক শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে ।
১) পদের নাম- এইচ এম ও /এস এ এম ও / ইউ এম ও ( HMO/SAMO/UMO)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 1 টি
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 65 বছরের মধ্যে।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে 20 দিনের জন্য দৈনিক 1000 টাকা করে সাম্মানিক বেতন দেওয়া হবে ।
যোগ্যতা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়ুশ প্রকল্পে কাজ করার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ।
২) পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ ‘ ( Multi Tasking Staff)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 65 বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে 20 দিনের জন্য দৈনিক 500 টাকা করে সাম্মানিক বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । এ ছাড়াও কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে ।
কাজের ধরণ–
সংশ্লিষ্ট যাবতীয় পদের ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM) আওতায় আয়ুশ প্রকল্পে কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
প্রার্থী নির্বাচন–
এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য । সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । তবে নিয়োগের যাবতীয় বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইন – এ আবেদন করতে হবে ।প্রথমে আবেদনকারীকে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট -এ ঢুকে নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় পূরণ করতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং সই (Signature) করে আবেদন পত্রটি খাম বন্দি অবস্থায় উক্ত আবেদন পত্রে দেওয়া সকল তথ্যের স্বপক্ষে দেওয়া ডকুমেন্টস – র প্রত্যয়িত নকল গুলি অ্যাটেস্টেড সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ।
অফলাইনে আবেদন পত্র পাঠানোর ঠিকানা –
OFFICE OF THE CHIEF MEDICAL OFFICER HEALTH & MEMBER SECRETARY, DH &FWS, BABUPARA, MAYA TALKIES ROAD,WARD NO- 12, DISTRICT – ALIPURDUAR, PIN – 736121.
আবেদন ফী –
উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,
বয়সের প্রমানপত্র,
জাতীগত সংশাপত্র,
বাসস্থানের প্রমান পত্র,
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
ভোটার কার্ড,
আঁধার কার্ড,
উল্লেখিত পদ এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতার সংশাপত্র ইত্যাদি ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.wbhealth.gov.in) অথবা (www.alipurduar.gov.in ) – এ
উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ 15ই জুন ‘ অর্থাৎ 15/06/2023
আমরা আছি আপনাদের সঙ্গে, নজর রাখুন bongodhara.com – এ
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH #NHM #AYUSH