ইন্টারভিউ দিয়ে খাদ্য বিভাগে সহকারী হিসাবরক্ষক পদে চাকরির সুযোগ -WB Govt Job

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের খাদ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিডিও (BDO) অফিসের অধীনে কর্মী নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তার আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Govt Job Recruitment 

পদের নাম : সহকারী হিসাবে 


কীভাবে আবেদন করতে হবে : 

যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইন মোডে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবে নিচের দেওয়া লিঙ্ক অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করে। নিচে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হবে। আবেদন পত্র প্রিন্ট আউট বের করে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন : 

১. মাধ্যমিক এডমিট বা উচ্চ প্রমাণ পত্র 

২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

৩. পাসপোর্ট সাইজের ছবি 

৪. আধার বা ভোটার কার্ড

৫. কাস্ট সার্টিফিকেট 

৬. অন্যান্য

আবেদন জমা করার শেষ তারিখ : যে সকল চাকরি প্রার্থী অফলাইন মোডে আবেদন করনে তাদের আবেদন পত্র জমা করতে হবে 13 মার্চ 2023 এর মধ্যে। 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। 

ইন্টারভিউ-র তারিখ ও সময় : 14 ই মার্চ 2023 ইন্টারভিউ শুরু হবে। সময় সকাল 11 টা থেকে রিপোর্ট করতে হবে। ইন্টারভিউ শুরু 11.30 থেকে। 

 স্থান : Block Development Office, Khatra, Bankura. 

শুধু মাধ্যমিক পাশে Volunteers পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি -10th Job

Recruitment 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notice : Download Here

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment