ইন্টারভিউ-র মাধ্যমে wbcsc তে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Recruitment

চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার জেলা ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে দুগ্ধ সমবায় প্রকল্পে । সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন মারফৎ এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সরাসরি ইন্টার্ভিউয়ের মাধ্যমে পাবেন নিয়োগের সুযোগ ।  এ নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক । তবে নিযুক্ত কর্মীদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতন । তাহলে চটপট জেনে নেওয়া যাক নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিষয় গুলি । 

ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন-র তরফে বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে চলতি জুন মাসের ২২ এবং ২৩ তারিখে আবেদনকারী প্রার্থীকে সকল ডকুমেন্টস সহযোগে সরাসরি ইন্টারভিয়ের জন্য নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে । 

Walk in Interview – 22/06/2023 & 23/06/2023 at 11.30 am 

 ইন্টারভিউয়ের স্থান – West Bengal Co- Operative Service Commission, Khadya Bhawan Complex , PWD Buildings , Block -A (Ground Floor), Mirza Galib Street , Klokata – 700087 . 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , 

ডেয়ারি টেকনোলজিস্ট ‘ (Dairy Technologist ) এবং অপারেটর ‘ (Operator) এই দুটি  শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । 

বয়স সীমা – 

দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীর নুন্য তম বয়স হতে হবে ১৮ বছর এবং বয়সের ঊর্ধ্ব সীমা ৩৫ – ৪০ বছর । 

শিক্ষাগত যোগ্যতা হিসাবে ‘ ডেয়ারি টেকনোলজিস্ট ‘ পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ডেয়ারি টেকনোলজি /ফুড টেকনোলজিতে বি টেক ( B.Tech) ডিগ্রী ধারি হতে হবে ।  সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

অন্যদিকে ‘ অপারেটর ‘ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং /  রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল বিষয়ে আই টি আই ( ITI) পাশ হতে হবে । সঙ্গে ডেয়ারি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন – 

উল্লেখিত দুটি পদে নিযুক্ত কর্মীকে নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে ৮,০০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থার মেইল আই ডিতে আবেদন পত্র পাঠাতে হবে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – cscwbbb@gmail.com .

আবেদন ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ফলো করুন www.wbcsc.org 

চাকরি কিংবা সরকারি প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #DAIRY JOB #CO- OPERATIVE #WB GOVT #TECHNOLOGY JOB

Leave a Comment