ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মী (Recruitt) নিয়োগ হতে চলেছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে । এ সম্পর্কিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান (Indian Oil Corporation) ওয়েল কর্পোরেশনের তরফে । নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থী কে চাকরি করতে হবে সংশ্লিষ্ট সংস্থার একাধিক বিভাগে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে দেখে নিন নিচের প্রতিবেদন টি । Indian Oil Recruitment
আবেদন পদ্ধতি–
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী জুলাই মাসের ১৪ তারিখ অর্থাৎ 14/07/2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর নির্দিষ্ট কলম গুলিতে প্রয়োজনীয় তথ্য আপলোড করে যথাযোগ্য সময়ে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে আবেদন ও নিয়োগ সম্পর্কে কোনও নিয়ম পরিবর্তিত হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে ।
অনলাইনে আবেদনের জন্য এখনই ক্লিক করুন http://ioci.com -এ
শূন্য পদ –
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নিম্ন লিখিত পদ গুলির জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে ।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
সিভিল ইঞ্জিনিয়ারিং
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
ইন্সট্রুমেন্টাশন ইঞ্জিনিয়ারিং
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
উল্লেখিতপদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী কে ইউজিসি স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে উল্লেখিত বিষয় গুলিতে ব্যাচেলর অব টেকনোলজি / ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ধারী হতে হবে । এক্ষেত্রে উল্লেখিত বিষয় গুলিতে শুধু মাত্র স্নাতক এবং ক্রস-ডিসিপ্লিনারি বিষয় যেমন রোবোটিক্স বা মেকাট্রনিক্সে সম্পন্ন করেছেন তাঁরা আবেদনের যোগ্য নন ।
মাসিক বেতন – উল্লেখিত পদ গুলিতে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে ৫০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
নিয়োগ পদ্ধতি —
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের গেট পরীক্ষার যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইটারভিউ এবং গ্রুপ ডিসকাশন – এর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র নজর রাখুন bongodhara.com -এ
written by- Somnath Pal.
Official Website : Click Here
Join Telegram Channel : Click Here
TAG- #INDIAN OIL #CORPORATE JOB #JOB NEWS #RECRUITMENT