স্কুল কিংবা কলেজ, শিক্ষক অথবা অশিক্ষক কর্মী নিয়োগ অব্যাহত। বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলেছে এ রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তর বঙ্গ (North Bengal University ) বিশ্ব বিদ্যালয়ে । তবে এক্ষেত্রে সরাসরি শিক্ষক নয়, মুলত বিশ্ববিদ্যালয়ের একাধিক বিষয় বা বিভাগের ওপর কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে গত কয়েকদিন আগেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্ব পূর্ণ বিভাগের দায়িত্বপূর্ণ পদে। সংশ্লিষ্ট পদ গুলিতে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অধীনে ইউ জি সি (UGC) নিয়মানুসারে আকর্ষণীয় বেতন পাবেন । অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ যথাক্রমে— Advt No- 02/R-2023 Dated: 14/04/2023
প্রথমেই দেখে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে- উল্লেখিত নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪ টি পদের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । নিম্ন লিখিত পদ গুলি হল ,
১) পদের নাম– ‘ ইনস্পেক্টর অব কলেজেস ‘ (Inspector of Colleges)
শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে শিক্ষাগত বিষয়ে উচ্চ যোগ্যতা সম্পন্ন হওয়ার পাশাপাশি মাষ্টার / পি এইচ ডি ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে । এমনকি আবেদনকারী প্রার্থীকে যেকোনও সরকারি / আধা সরকারি বা সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজকর্ম পরিচালনার কাযে পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ।
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
২) পদের নাম– ‘ অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অফিসার ‘ (Account & Audit Officer)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ৭৯,৮০০ থেকে ২ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে শিক্ষাগত বিষয়ে উচ্চ যোগ্যতা সম্পন্ন হওয়ার পাশাপাশি কমার্স অর্থাৎ বাণিজ্য শাখায় মাষ্টার ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতার পাশাপাশি চাটার্ড অ্যাকাউন্ট / কস্ট অ্যাকাউন্ট অথবা বিসনেস ম্যানেজমেন্ট পাশ হতে হবে ।
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
৩) পদের নাম – ‘ অফিসার ইন- চার্জ , ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ( Officer In-Charge , Watch & Ward)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ৫৭,৭০০ থেকে ১ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক বিষয় যেকোনও সরকারি / আধা সরকারি বা সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে অন্তত ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
৪) পদের নাম – ‘ সিনিওর ফিস্কিস্ট ‘ (Senior Physicist)
শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ৭৯,৮০০ থেকে ২ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ফিসিক্স / অ্যাস্ট্রফিসিক্স / অঙ্ক / মহাকাশ বিজ্ঞান বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাষ্টার অথবা পি এইচ ডি (Ph.D) ডিগ্রির পাশাপাশি উল্লেখিত বিষয়ে গবেষণা করার অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে–
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য পেতে এখনই ক্লিক করুন- www.nbu.ac.in – এ
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৫। আবেদন ফর্মে
প্রার্থীর নাম—————-
বাবার নাম—————-
স্থায়ী বাসস্থানের ঠিকানা————-
বয়স———————
শিক্ষাগত যোগ্যতা———————
নিজের ইমেল আইডি——————–
ফোন নম্বর উল্লেখ করতে হবে—————-
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা—————– ইত্যাদি উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে যে ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে-
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রাসঙ্গিক বিষয়ে কাজের/ অভিজ্ঞতার প্রমান পত্র
কিভাবে নিয়োগ করা হবে—
উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা / দক্ষতা যাচাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। নিয়োগ হওয়া প্রার্থীদের ইউ জি সি (UGC) নিয়ম মাফিক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়মবিধি মেনে কাজ করতে হবে।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে ৩০ শে এপ্রিল অর্থাৎ 30/04/2023 এর মধ্যে।
চাকরি এখন হাতের মুঠোয়, চট জলদি চাকরির খবরের আপডেট পেতে নজর রাখুন Bongodhara.com – এ
Official Notice : Click Here
Join Telegram Channel : Click Here
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #COLLEGE JOB #UNIVERSITY #NBU