এইট পাশে জেলা আদালতে গ্রুপ ডি নিয়োগ , সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি -WB Group D Recruitment

স্থায়ী কিংবা চুক্তি ভিত্তিক , বর্তমান বাজারে চাকরি পাওয়া হাতে চাঁদ পাওয়ার সমান । তবে রাজ্য কিংবা কেন্দ্র সরকারি দফতরে অল্প স্বল্প নিয়োগ চলছে পুরো দস্তুর । এবার গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে যে আদালতে ।  এই মর্মে সংশ্লিষ্ট জেলা আদালতের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । তবে এক্ষেত্রে অষ্টম শ্রেনি উত্তীর্ণ যে  প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । 

সংশ্লিষ্ট জেলা আদালতের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট আবেদনের প্রয়োজন নেই । শুধু মাত্র আবেদনকারী প্রার্থীকে সকল ডকুমেন্টস সহযোগে সরাসরি ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা আদালতের নির্দিষ্ট কক্ষে উপস্থিত হতে হবে । আবেদন ও নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিষয় জানতে দেখে নিন নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে। 

পদের নাম – সুইপার ‘ (Sweeper) 

বয়সসীমা : এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা :  শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেনি পাশ হলেই চলবে । 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি পদের ক্ষেত্রে একটি মাত্র শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে ।

সাম্মানিক : নিযুক্ত কর্মীকে দৈনিক ৪০০ টাকা হিসাবে বেতন দেওয়া হবে ।  

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী  সিলেকশন করা হবে । 

সরাসরি ইন্টার্ভিউয়ের স্থান এবং সময় – 

Walk in Interview – Office of the District Leagal Service Authority , Jhargram 

Date – 05/07/2023  Time – 10.30 AM 

নিয়োগ সম্পরকিতি যে কোনও আপডেট পেতে নজর রাখুন bongodhara.com -এ 

Official Notice : Click Here


Join Telegram Channel : Click Here

written by – Somnath Pal . 

TAG – #DISTRICT COURT #COURT JOB #GROUP -D #SWEEPER #WB

Leave a Comment