কলকাতা : প্রকল্পের কাজে আর্থিক দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি । তবুও হাল ছাড়তে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী । এবার সেই দুর্নীতির তদারকিতেই রাজ্যের প্রতিটি ঘরে ঘরে চাকরির সুযোগ । পরিস্কার ভাবে বলতে গেলে আর রাজ্যে বেকার থাকবে না, রাজ্যের বেকার যুবক – যুবতীদের আর বাইরে গিয়ে কাজ করতে হবেনা, গত বছরের শেষের দিকে নেতাজী ইন্ডোরে কর্মসংস্থান সম্পর্কিত এক আলোচনা সভায় রাজ্যের বেকার যুবক – যুবতীদের উদ্দেশ্যে এমনই প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে সাম্প্রতিক শিক্ষক দুর্নীতি কাণ্ডে বেশ ব্যাক ফুটে রাজ্যের শাসক দল । তার ওপর মাস দুয়েক পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই অবস্থায় সাম্প্রতিক দুর্নীতির কালির ছিটে ঘাস ফুলের ওপর থেকে তুলে পরিচ্ছন্ন ভাব মূর্তির সরকার মানুষের সামনে তুলে ধরাই প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে এবার ব্যাপক হারে নিয়োগ দিয়েই সামাল দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।
যেন তেন প্রকারেণ রাজ্যের লাগামহীন বেকারত্বে রাশ আর দুর্নীতির দুর্গন্ধ কে চাপা দিতে তাই এবার কর্মসংস্থান নিয়ে আসরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। পাশাপাশি শিক্ষক দুর্নীতি কাণ্ডে আন্দোলনরত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, ‘যারা ন্যায্য বিচার পাইনি তারা আমাদের থেকেই সঠিক বিচার পাবেন’। রাজ্যের লাগামহীন বেকারত্ব প্রসঙ্গে এ শুধু যে মুখ্যমন্ত্রীর কথার কথা নয় তার প্রমান মিলল এবার হাতে নাতে। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই সাড়া। কিন্তু কোথায় কিভাবে হবে নিয়োগ ? এ প্রসঙ্গে ইতিমধ্যেই ১০০ দিনের কাজে ব্যপক হারে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে রাজ্য সরকারি তরফে।
আসলে ১০০ দিনের কাজ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। একেবারে শুরু থেকে আজ পর্যন্ত ১০০ দিনের কাজে টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। দুর্নীতি বা কিছু একটা যে হয়েছে ১০০ দিনের কাজ নিয়ে সাম্প্রতিক জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর পাঠানো কড়া বার্তায় তা ফের স্পষ্ট। সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন ১০০ দিনের কাজে কোনও অভিযোগ এলেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরাসরি এফআইআর করতে।
তবে ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির আঁচ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিল্লির দরবারে। সাম্প্রতিক কেন্দ্রীয় প্রতিনিধি দলের তদারকিতে তা একেবারে জলের মতো পরিস্কার হয়ে গিয়েছে। তাই আর দেরি না করে ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে ইতিমধ্যেই কেন্দ্র সরকার এ রাজ্যে মজুরির টাকা পাঠানো বন্ধ করেছে।
এবার সেই দুর্নীতিকেই কর্ম সংস্থানের হাতিয়ার হিসাবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ১০০ দিনের কাজের তদারকিতে জেলায় জেলায় থার্ড পার্টি অবজারভার নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারি তরফে। এ ক্ষেত্রে প্রতি জেলায় প্রচুর সংখ্যক কর্মীর প্রয়োজন।
কিন্তু এই থার্ড পার্টি অবজারভার কি? এদের কাজই বা কি?
এ বিষয়ে কেন্দ্র সরকারের গাইডলাইন অনুযায়ী, ১০০ দিনের কাজে একেবারে গোরা থেকে দুর্নীতি রুখতে দেশের প্রতিটি রাজ্যের সরকার কে এক জন করে থার্ড পার্টি অবজারভার নিয়োগের কথা বলা হয়েছিল। কিন্তু কেন্দ্র সরকারের এই নির্দেশ কে এখনও পর্যন্ত গুরুত্বই দেয়নি বহু রাজ্য। তবে এই তালিকায় শুধু বিরোধী রাজনৈতিক দলই নয় খোদ বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলিও কেন্দ্রের এই থার্ড পার্টি নিয়োগের বিষয়টিতে আমল দেয়নি বলে অভিযোগ।
আসলে থার্ড পার্টি অবজারভার হল একটি বিশেষ পদ। যিনি এই কাজে নিযুক্ত হবেন ,তাকে প্রথমে প্রবেশন পিরিয়ডে নিয়োগ করা হবে। কাজে যুক্ত হওয়ার এক মাস পর নিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ জমা না পড়লে এমনকি ওই ব্যক্তির কাজের খতিয়ান দেখে তাকে স্থায়ী হিসাবে নিয়োগ করার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে।
থার্ড পার্টি অবজারভারের কাজ হল, নিযুক্ত হওয়া ব্যক্তি ১০০ দিনের কাজের বিষয়টি খতিয়ে দেখবেন এবং এই কাজে কোনও দুর্নীতির অভিযোগ উঠলে সেই অভিযোগ কে গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি সেই অভিযোগের বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে সরকারের ঘরে সমস্ত রিপোর্ট জমা করবেন।
এবার রাজ্য জুড়ে একশো দিনের প্রকল্পে সীমাহীন দুর্নীতির জেরে কেন্দ্র সরকারের গাইড লাইন মেনে জেলায় জেলায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারি তরফে । ফলত এই নিয়োগের ফলে রাজ্যে বেকারত্বের রাশ যেমন কিছুটা হলেও হালকা হবে তেমনি রাজ্যের প্রায় প্রতিটি ঘরে বেকার যুবক – যুবতীদের কর্ম সংস্থান হতে পারে বলে সরকারি সুত্রে খবর ।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই এ রাজ্যে একশো দিনের কাজের তদারকিতে ব্যাপক সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার । এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের ২৩ টি জেলায় বেকার ছেলে -মেয়েরা আবেদনের সুযোগ পাবেন বলে জানা গিয়েছে ।
তাই আপনি যদি চাকরি প্রার্থী হন । তাহলে আর দেরি না করে এখন থেকেই নিজেকে তৈরি করুন আর সরকারি যে কোনও বিজ্ঞাপনে রাখুন করা দৃষ্টি । কারণ সুযোগ চাকরির সুযোগ আসতে পারে আপনার সামনেও । পাশাপাশি চাকরি এবং সরকারি প্রকল্পের যাবতীয় তথ্য পেতে চোখ রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – #WB #GOVT #RECRUITMENT #PRAKALPA #OBSERVER #100 DINER KAJ