এবার আস্ত গ্যাস সিলিন্ডার পাবেন মাত্র 500 টাকায় , শুধু করতে হবে এই কাজটি -Gas Cylinder Offer

নয়াদিল্লী : লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এর থেকে বাদ পড়েনি গৃহিণীর রান্নাঘর পর্যন্ত। ঠিক যেমনটা ধরুন  রান্নার (Gas Cylinder for Domestic Use) গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছে গিয়েছে ১১০০ টাকায়। আর তাতেই যেন খাওয়ার কথা ভাবলে গায়ে জ্বালানির ছ্যাঁকা লাগছে গৃহস্থের এর থেকে কিভাবে মিলবে মুক্তি। এমনিতেই গোটা দেশে চালু রয়েছে প্রধানমন্ত্রী উজ্বলা(ujwala yojna) যোজনা । এই প্রকল্পের আওতায়  গোটা দেশ ব্যাপি ফ্রীতে  কানেকশনের সঙ্গে একেবারে বিনামুল্যে একটিমাত্র গ্যাস (gas cylinder)সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রের মোদী সরকার। কিন্তু সে তো মাত্র প্রথমবারের জন্য। তারপর কি হবে।

সাম্প্রতিক রিপোর্ট বলছে,  অত দাম দিয়ে গ্যাস কিনতে না পেরে ইতিমধ্যেই গোটা দেশের প্রান্তিক গরীব মানুষেরা রান্নার জন্য অবশ্য গ্যাসের বদলে ফিরে গিয়েছেন সেই পুরনো পদ্ধতি কাঠেই। অর্থাৎ রান্নায় গ্যাসের বদলে কাঠই ব্যবহার করছেন দেশের গ্রামীণ এলাকার গৃহবধূরা। সেই কারণে কেন্দ্র সরকারের উজ্বলা যোজনা আপাতত বিশ বাঁও জলে। পাশাপাশি বিগত কয়েক বছর ধরে গোটা দেশ জুড়ে জ্বালানি তেল কিংবা রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি একেবারে তুলোধোনা করে ছাড়ছে কেন্দ্রের মোদী সরকার কে। এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝে বার কয়েক সিদ্ধান্তে বসে কেন্দ্র সরকার । কিভাবে সাধারণ মানুষকে এই জ্বালানির আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধির অসহ্য জ্বলুনি থেকে মুক্তি দেওয়া যায়। 

কিন্তু দেশের রাজনীতিতে ভোট বড় বালাই। ভোট এলেই যে কোনও রাজনৈতিক দলের প্রধান হাতিয়ার স্বস্তা জনমোহিনী রাজনীতি । তার ওপর গৃহিণীর রান্নাঘর বলে কথা।  এবার বিধান সভা নির্বাচনের আগে সেই চিরাচরিত পথে হাঁটলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট । সম্প্রতি রাজস্থান সরকার সে রাজ্যের সাধারণ মানুষের জন্য মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছে । তবে এর জন্য আপনাকে পাকাপাকি রাজস্থান রাজ্যের বাসিন্দা যেমন হতে হবে । তেমনি এর সঙ্গে গ্রাহক কে হতে হবে বিপিএল এবং প্রধানমন্ত্রী উজ্জলা যোজনায় তালিকা ভুক্ত  । তবেই ওই গ্রাহক ১১০০ টাকার বদলে আস্ত গ্যাস সিলিন্ডার পাবেন মাত্র ৫০০ টাকায় ।  এ বিষয়ে  রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত , বিধানসভা ভোটের আগে মাত্র ৫০০ টাকায় ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার দিয়ে বাজিমাৎ করতে চাইছে রাজস্থান সরকার । তবে রাজস্থান সরকারের এহেন সিদ্ধান্তে আপাতত খুশি ওই রাজ্যের আম নাগরিক ।

আমরা আছি আপনাদের সঙ্গে, নজর রাখুন bongodhara.com-এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here


TAG – #GAS #DOMESTIC #CYLINDER #SUBSIDY #MODI #UJJWALA YOJNA

Leave a Comment