এবার SBI ব্যাংকের সঙ্গে ব্যবসা করে মাসে মাসে আয় করুন প্রচুর টাকা, রইল বিস্তারিত -Bank Business Idea

সাম্প্রতিক কালে চাকরির বাজারের যা অবস্থা তা নতুন করে না বলাই ভালো । এই অবস্থায় অযথা চাকরির পিছনে না দৌড়ে বেশির ভাগ বেকার যুবক – যুবতীরাই ব্যবসা কে নিজের জীবন জীবিকা হিসাবে বেছে নিতে চাইছেন । কিন্তু বেছে নিলেই তো হবে  না । কারণ মনের মতো ব্যবসা করতে গেলে প্রথমেই দরকার মোটা অঙ্কের পুঁজি । তাই অনেকেই টাকার অভাবে ব্যবসা করার মানসিকতা হারিয়ে ফেলেন । কিন্তু আপনি ব্যবসা করবেন আর টাকা দেবে ব্যাঙ্ক । এও আবার হয় নাকি ? এক কথায় উত্তর হবে হ্যাঁ । কিন্তু কিভাবে ? চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ব্যাঙ্কের সাহায্য দৈনন্দিন জীবনে আপনি আপনার আয়ের পথ সুগম করবেন । State Bank Of India Business Idea 

আসলে সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান হিসাবে এস বি আই (SBI) অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সর্বজন বিদিত । এবার সেই স্টেট ব্যাঙ্কের হাত ধরেই আপনি পেতে পারেন প্রতি মাসে ইনকামের সহজ রাস্তা । সাম্প্রতি কালে কোনও মানুষেরই ব্যাঙ্ক ছাড়া গতি নেই । এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনি চাইলে আপনার নিজের জায়গাতেই খুলে নিতে পারেন এস বি আই -এর গ্রাহক (CSP) পরিষেবা কেন্দ্র । তবে এর জন্য যেমন আপনার নিজের অথবা ভাড়ায় প্রমাণ মাপের ঘর প্রয়োজন । শুধু ঘর থাকলেই হবে না এর জন্য  এস বি আই -এর নিয়ম মতো আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে । তবেই সংশ্লিষ্ট সংস্থা আপনাকে গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলার অনুমতি দেবে । তাহলে বিষয় টি বিস্তারিত  ভাবে জেনে নেওয়া যাক । 

গ্রাহক (CSP) পরিষেবা কেন্দ্র আসলে কি ? 

গ্রাহক পরিষেবা কেন্দ্র আসলে গ্রাহক মণ্ডলীর যাবতীয় সমস্যার সমাধান । এই যেমন ধরা যাক, সারা দেশে আঁধার তথ্য মিত্র কেন্দ্র । এটিও এক প্রকারের গ্রাহক পরিষেবা কেন্দ্র । যেখানে এসে গ্রাহকরা তাদের আঁধার কার্ড সম্পর্কিত যে কোনও বিষয় সহজেই মিটিয়ে নিতে পারেন । এই ভাবেই যে কোনও ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে এসে ব্যাঙ্কের যাবতীয় যেমন টাকা তোলা – জমা করা থেকে শুরু করে টাকা ট্রান্সফার ইত্যাদি বিষয় মিটিয়ে নিতে পারেন সহজেই । 

গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলতে হলে আপনাকে কি করতে হবে ? 

এক্ষেত্রে আপনি যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলতে চান তাহলে আপনকে প্রথমেই এস বি আই – এর রিজিওনাল অফিসে আবেদন করতে হবে । পাশাপাশি  আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিকটতম শাখায় যেতে হবে । স্খানে ব্যাঙ্কের তরফে আপনাকে গ্রাহক পরিষেবা কেন্দ্র চালানোর জন্য নির্দিষ্ট ট্রেনিং দেওয়া হবে । তবে আবেদনের সময় নিয়মানুসারে বেশ কিছু নথি পত্র জমা করতে হবে । এবার সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে আপনার জমা করা নথি পত্র ভেরিফিকেশনের পর আপনাকে স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হয় । এরপর গ্রাহক পরিষেবা কেন্দ্রটি চালু হলে আপনি ব্যাঙ্কের তরফে কাস্টমার অর্থাৎ গ্রাহক প্রতি পেয়ে যাবেন নির্দিষ্ট হারে  কমিশন । 

এই ধরণের ব্যবসায়িক টিপস পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #SBI #STATE BANK OF INDIA #CSP #BUSINESS #INCOME TIPS #MAKING MONEY

1 thought on “এবার SBI ব্যাংকের সঙ্গে ব্যবসা করে মাসে মাসে আয় করুন প্রচুর টাকা, রইল বিস্তারিত -Bank Business Idea”

Leave a Comment