চাকরি প্রার্থীদের জন্য সুখবর । সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এয়ারপোর্ট অথরিটি (AIRPORT AUTHORITY OF INDIA) অফ ইন্ডিয়ার তরফে । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , চলতি জুন মাসের ২৮ তারিখ অর্থাৎ 28/06/2023 এর মধ্যে আবেদন করতে হবে । এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ওয়েব (http://aera.gov.in) সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্রটি সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধির পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে ।
কী কী শূন্যপদে নিয়োগ করা হবে :
ডিরেক্টর (Director)
আন্ডার সেক্রেটারি (Under Secretary)
বেঞ্চ অফিসার (Bench Officer)
প্রাইভেট সেক্রেটারি (Private Secretary)
টেকনিক্যাল ম্যানেজার (Technical Manager)
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (Personal Assistant)
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (Junior Hindi Translator)
রিসেপশানিস্ট কাম টেলিফোন অপারেটর (Receptionist cum Telephone Operator)
এক্ষেত্রে মোট =১৪ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । তবে শূন্য পদের সংখ্যা পরবর্তীতে বাড়ানো হতে পারে
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমা ৫৬ বছর।
মাসিক বেতন –
এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে ৬৩,২০০ থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
নির্দিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অথবা ডিপ্লোমা পাশাপাশি সরকারি অথবা সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাইয়ের পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – TO THE DEPUTY CHIEF, AIRPORTS ECONOMIC REGULATORY AUTHORITY OF INDIA, AERA BUILDING, ADMINISTRATIVE COMPLEX, SAFDARJUNG AIRPORT, NEW DELHI – 110003.
সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ
written by – Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #AIRPORT AUTHORITY OF INDIA #JOB NEWS #CIVIL AVIATION #CENTRAL GOVT JOB #EXECUTIVE JOB