আপনি কি মাধ্যমিক পাশ , তাহলে আপনার জন্য এবার বিরাট সুযোগ । এবার ভারত সরকারের কয়লা মন্ত্রকের অধীনে এনএলসি (NLC) তে নিয়োগ করা হবে কয়েকশো ট্রেইনি অর্থাৎ শিক্ষানবিশ । ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থা মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । এমনকি ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ চলাকালীন রয়েছে আকর্ষণীয় স্টাইপেন্ডের সুবিধা । পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দেওয়া হবে । তাই দেরি না করে চটপট আবেদন করুন । দেখে নিন যাবতীয় দিকগুলি ।
কয়লা (Coal Ministry) মন্ত্রকের অধীনে এনএলসি মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ,
১) পদের নাম – ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি (Specialised Mining Equipment Operations)
২) পদের নাম – ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি ( (Mines & Mines Support Services)
শূন্যপদ
এই দুটি পদের ক্ষেত্রে মোট ৫০০ টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।
স্টাইপেন্ড –
সংশ্লিষ্ট সংস্থার তরফে ‘ ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি (Specialised Mining Equipment Operations) ‘ পদের ক্ষেত্রে প্রতিমাসে ১৮,০০০ থেকে ২২,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে । অন্যদিকে ‘ ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি ( (Mines & Mines Support Services) ‘ পদের ক্ষেত্রে প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া ১৪,০০০ থেকে ১৮,০০০ টাকা
প্রার্থী নির্বাচন –
নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বা সফল এবং যোগ্য প্রার্থীদের শারীরিক পরীক্ষার পর সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে । এক্ষেত্রে সম্পূর্ণ প্রশিক্ষণের মেয়াদ ৩ বছর ।
আবেদন পদ্ধতি –
আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইটে গিয়ে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর আবেদনপত্রে যাবতীয় তথ্য আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে ।
আবেদনের জন্য এখনই ক্লিক করুন www.nlcindia.in. – এ
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ফিটার / ওয়েলডার / ইলেক্ট্রিশিয়ান / ডিসেল মেকানিক / ট্রাক্টর মেকানিক ইত্যাদি বিষয়ে আই টি আই ডিগ্রীধারী হতে হবে ।
আবেদন জানাতে হবে 08/07/2023 তারিখের মধ্যে ।
চাকরি এখন হাতের মুঠোয় , নজর রাখুন bongodhara.com
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
written by – Somnath Pal .
TAG – #NLC #COAL INDIA LIMITED #COAL MINISTRY #TRAINEE #MINES