একটানা দুবছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও রাজ্য তথা দেশের সর্বত্র জোর কদমে শুরু হয়েছে (GOVT JOB) নিয়োগ প্রক্রিয়া। চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এক্তি কিংবা দুটি নয় ৬০০ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা(FINANCE MINISTRY) ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট (INDUSTRIAL DEVELOPMENT BANK OF INDIA ) ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধন আই ডি বি আই ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি (BANK JOB) করতে হবে গোটা দেশ জুড়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের একাধিক শাখায় । এবার তাহলে আসুন জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর ও তারিখ – ADVERTISEMENT NO. 2 /2023-24 Dated- 17/02/2023
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে—
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনেই আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে IDBI ব্যাঙ্কের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদন পত্র সাবমিট করতে হবে।
এবার আসি শূন্যপদ সম্পর্কে—
প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ হওয়া কর্মীকে ব্যাঙ্কের যাবতীয় (Bank jobs) বিভাগের কাজ যেমন, অ্যাকাউন্ট্যান্ট, লোন ডিপার্টমেন্ট, মোবাইল ব্যাঙ্কিং থেকে শুরু করে ব্যাঙ্কের আউটডোর- ইনডোর সহ ব্যাঙ্কের ফাইনান্সিয়াল যাবতীয় কাজ করতে হবে ।
পদের নাম – ” অ্যাসিস্টান্ট ম্যানেজার ” (ASSISTANT MANAGER)
শূন্য পদের সংখ্যা – ৬০০ টি
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অর্থাৎ ব্যাংকিং বিষয়ে এবং ফাইনান্সিয়াল বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
কাজের ধরণ—
উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের সংশ্লিষ্ট ব্যাঙ্কের অধীনে সম্পূর্ণ সময়ের জন্য ব্যাঙ্কিং পরিসেবায় কাজ করতে হবে।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীদের মাসিক বেতন বেশ আকর্ষণীয় । প্রতিমাসে ৬৩,৮৪০ টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে যাবতীয় সরকারি সুবিধা।
সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল—
১. ভোটার ও আঁধার কার্ড
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।
নিয়োগ পদ্ধতি –
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রথমে চাকরি প্রার্থীদের আবেদন পত্র গুলি শর্ট লিস্টিং অর্থাৎ প্রাথমিক বাছাই করা হবে। প্রথমেই আবেদনকারী প্রার্থীদের অন লাইনে পরীক্ষা দিতে হবে । এরপর প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ওই সময় আবেদনকারীর যাবতীয় নথি খুঁটিয়ে দেখে নেওয়া হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে। এরপর হবে পার্সোনালিটি টেস্ট এবং শারীরিক পরীক্ষা । নিয়োগ প্রক্রিয়ার সব শেষে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা থেকে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৩ অর্থাৎ 28/02/2023
বিস্তারিত জানতে ক্লিক করুন – www.idbibank.in -এ
আএদন ফী – উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের ২০০ টাকা এবং সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে ।
বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com – এ
Official Notice : Download
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB # IDBI BANK