নয়াদিল্লী – ২০২৩, নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা । আর হবে নাই বা কেন ? চলতি বছরের শুরুতেই তিন তিনটি সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । যেমন , প্রথমত ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বৃদ্ধি পেয়েছে , দ্বিতীয়ত বেড়েছে ফিটমেন্ট ফ্যাক্টর (FITMENT FACTOR) অর্থাৎ এআইসিপিআই (AICPI) সুচক , তৃতীয়ত বিগত ১৮ মাসের বকেয়া টাকা এই বছরেই নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ।
গত বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে জানুয়ারিতে এবং বছরের মাঝামাঝি জুলাইতে ।
তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা।
৬৮০=/Ùতবে অল্পতে মন ভরেনা । তারওপর আগামী বছরই দেশে লোকসভা নির্বাচন । কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরই কেন্দ্র সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন লাঘু হতে পারে। যার জেরে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ তথা বর্ধিত মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়াবে ৪২ শতাংশে। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের নিয়মানুযায়ী ৩৮ শতাংশ ডি এ -এর আওতায় রয়েছে । এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া সরকারি কর্মীদের এআইসিপিআই (AICPI ) সুচক।
এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দাবি ইতিমধ্যেই এআইসিপিআই (AICPI)-এর সূচক ১৩১ পয়েন্ট পার করেছে। গত বছর জুনের নিরিখে তুলনা করলে তা ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে । এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের দাবি, বর্তমানে তাদের ন্যূনতম মজুরি সীমা ১৮ হাজার টাকা রাখা হয়েছে। এতে ইনক্রিমেন্ট ফিটমেন্ট ফ্যাক্টরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমানে, এই ফ্যাক্টরটি ২.৫৭ গুণ, যদিও সপ্তম বেতন কমিশনে এটি ৩.৬৮ গুণ পর্যন্ত রাখার সুপারিশ করা হয়েছে। এমনটা হলে কর্মীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে। ফলে আগামী বছর লক্সভা নির্বাচনের আগেই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির সুখবর আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা
সরকারি চাকরি কিংবা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com -এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – DA# GOVT #EMPLOYER#DEARNESS ALLOWANCE #INCREASE