এ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (MINISTRY OF ENVIRONMENT) অধীনে কৃষি বিজ্ঞান রিসার্চ ইন্সটিটিউটে । এই মর্মে গত কয়েকদিন আগেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান মন্ত্রকের অধীনে থাকা কোলকাতার যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ মারফৎ । এক্ষেত্রে এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে কোলকাতার যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে । এবার জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য সম্পর্কে – প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Adv No:IACS/ADVT/P/02 Dated – 23/12/2022
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে ভারত সরকারের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি অধীনে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা কাল্টিভেশন অব সায়েন্স (INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE) -এর ওয়েব (www.iacs.res.in) সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । সব শেষে ওই আবেদনপত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের ছবি সাঁটিয়ে এবং সই করে আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট দিনের মধ্যে পাঠাতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE , Jadavpur, Kolkata – 700032 .
আবেদন ফী –
উল্লেখিত পদের মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০০ টাকা এবং সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার পরীক্ষার জন্য। সব শেষে তৈরি হবে চূড়ান্ত প্রার্থী তালিকা । সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ।
শূন্যপদের বিবরণ –
পদের নাম -মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF)
শূন্যপদ – 10 টি (সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে 4টি তপশিলি জাতী , 3টি ও বিসি এবং 3টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত )
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারাই নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে ।
মাসিক বেতন –
এক্ষেত্রে কাজে নিযুক্ত হওয়ার পর নিউজক্ত ব্যাক্তিকে প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও ফুড অ্যা লাউন্স থেকে শুরু করে সরকারি নিয়মানুজায় যাবতীয় আর্থিক ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে । যা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে বলে জানানো হয়েছে প্রকাশিতি বিজ্ঞপ্তি মারফৎ ।
প্রয়োজনীয় ডকুমেন্টস —
আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
১। প্রার্থীর বয়সের প্রমান পত্র,
২। জাতী গত সংশাপত্র,
৩। শিক্ষাগত যোগ্যতা,
৪। ভোটার কার্ড,
৫। আঁধার কার্ড,
৬। পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৭। প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার প্রমাণ পত্র ,ইত্যাদি ।
আবেদন এবং নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.iacs.res.in)-এ
আবেদনের শেষ সময় সীমা – 31/01/2023
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #CUTIVATION #SCIENCE #KOLKATA #REASERCH #JOB #GOVT JOB #JOB NEWS