কৃষি দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, হাতছাড়া করবেনা -Agriculture Department Recruitment

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের ফের নয়া সুসংবাদ। রাজ্য এগ্রিকালচার বা কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের এগ্রিকালচার ডিপার্টমেন্টে চুক্তি ভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী কৃষি দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।  WB Agricultural Department Recruitment

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যে সকল প্রার্থী যোগ্য তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষাও দিতে হবে না।

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী আগ্রহী ও যোগ্য তাদের এক্ষেত্রে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। তবে প্রার্থীদের একটি আবেদন পত্র বা বায়োডাটা অফিসিয়াল নোটিশ থেকে প্রিন্ট আউট বের করে তা সঠিক ভাবে পূরণ করে ইন্টারভিউ-র দিন জমা করতে হবে।

ইন্টারভিউ-র দিন জরুরি ডকুমেন্টস :
১- আবেদন পত্র বা বায়োডাটা
২- মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ
৩- শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৪- পাসপোর্ট সাইজের ছবি
৫- জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
৬- অন্যান্য

পদের নাম ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল :


পদের নাম :
কৃষি জীবিকা পদে নিয়োগ করা হবে ( WDT Livelihood)

যোগ্যতা : এগ্রিকালচার / ফরেস্টি / প্লান্ট সায়েন্স / এনিম্যাল সায়েন্স প্রভৃতি বিভাগে গ্রেজুয়েট পাশ করলে আবেদন করতে পারবে। এছাড়াও ফিল্ড অভিজ্ঞতা বা কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে পারবে।

Post Office Recruitment : অষ্টম পাশে ফের ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন 19,900 টাক

বয়সসীমা : বয়স হতে হবে 65 বছরের মধ্যে।

ইন্টারভিউ -র সময় ও তারিখ : সকাল 10 টা থেকে 10.30 এর মধ্যে রিপোর্ট করতে হবে এবং তারিখ হলো 20-03-2023

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ বা আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন :

Official Notice : Click Here

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment