নয়াদিল্লী- যুগ বদলাচ্ছে , আর পরিবর্তনশীল যুগের সঙ্গে পাল্লা দিয়ে বদল হচ্ছে মানুষের জীবন যাত্রার মান । আধুনিক কিংবা আদি , একে বারে শুরু থেকে আজ পর্যন্ত দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি । তবে পরিবর্তিত যুগের সঙ্গে পাল্লা দিয়ে ক্রম বর্ধমান চাহিদার কারণে কৃষি কাজেও লেগেছে আধুনিকতার ছোঁয়া । নিত্য নতুন গবেষণা তারই অঙ্গ । এবার কৃষি গবেষণার কাজে নিয়োগ হবে প্রচুর সংখ্যক কর্মী । সম্প্রতি কেন্দ্রীয় কৃষি ও কৃষি মন্ত্রকের অধীনে ‘এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউটের’ তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । দেশের যেকোনো প্রান্তের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন । এক্ষেত্রে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে পাবেন আকর্ষণীয় স্যালারি । তবে নিয়োগ এবং আবেদন সহ পরীক্ষার ক্ষেত্রে রয়েছে একাধিক নিয়ম বিধি । এই নিয়োগে অংশ নিতে চটপট দেখে নিন যাবতীয় বিষয় গুলি । Agriculture Recruitment 2023
‘এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউটের’ তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , আগামী ৫ জুলাই থেকে এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হবে । তবে এর আগে কোনও প্রার্থী বার ছয়েক এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকলে এবারের নিয়োগ প্রক্রিয়ায় তিনি অংশ নিতে পারবেন না । নিয়োগ ও আবেদন সম্পর্কিত আর বিস্তারিত জানতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের ওয়েব সাইটে চোখ বুলিয়ে নিতে পারেন । নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মাবলী -র পরিবর্তন হলে সংশ্লিষ্ট সংস্থার তরফে তা নির্দিষ্ট সময় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে ।
মুলত এগ্রিকালচারাল (Agricultural Research) রিসার্চ – এর ক্ষেত্রেই ২৬০ টি শূন্য পদ পূরণের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।
এক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলিতে পি এইচ ডি (Ph.D) ডিগ্রিধারী প্রার্থীরাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন । যেমন , উদ্ভিদবিদ্যা / পরিবেশ বিজ্ঞান / খাদ্য কারিগরি / ‘মাইক্রোবায়োলজি’ / ‘এগ্রিকালচারএনটোমোলজি’/ ‘সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি’ / ‘জেনেটিক্সঅ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং’/ ‘সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি’/ ‘অ্যানিম্যালজেনেটিক্স’/ ‘অ্যানিম্যাল রিপ্রোডাকশন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স’/ ‘ডেয়ারি কেমিস্ট্রি’/ ‘পোলট্রি সায়েন্স’, ‘ভেটেরিনারি মেডিসিন’/ ‘অ্যাকোয়াকালচার’/ ‘বায়োইনফরমেটিক্স’/ ‘টেক্সটাইল টেকনোলজি’/ ‘ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ।
এক্ষেত্রে নিযুক্ত কর্মী / রিসার্চার কে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে নুন্যতম ৫৭,০০০ থেকে সর্বোচ্চ ১, ৮২,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।
চলতি বছর অক্টোবর – নভেম্বর মাসে নির্ধারিত সময়ে এই নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা সম্পন্ন হবে । তবে নির্দিষ্ট দিন টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে ।
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমেই দিতে হবে লিখিত পরীক্ষা । এই পরিক্ষায় উত্তীর্ণ দের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা প্রমাণের পরীক্ষায় । সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com – এ
Join Telegram Channel : Click Here
written by – Somnath Pal .
TAG – # # RECRUITMENT #AGRICULTURAL RESEARCH SERVICE # CENTRAL GOVT JOB