কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে বিরাট আপডেট, তুলকালাম বিধানসভায় -WB Govt Employees DA update

কলকাতা : এ যেন আন্দোলনের আগুনে ঘৃতাহুতি । রাজ্য বাজেটে  সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডি এ ঘোষণা করেছে রাজ্য সরকার । আর আর তার পরেই  আন্দোলনের মাত্রা আরও তীব্র । এ বিষয়ে সম্প্রতি রাজ্য সরকার ঘোষিত ৩ শতাংশ ডিএ কে ভিক্ষার দান বলে কটাক্ষের সুর শোনা গিয়েছে  রাজ্য সরকারি কর্মীদের মুখে  । পাশাপাশি মাত্র তিন শতাংশ ডিএ অর্থাৎ রাজ্য সরকারের এই দয়ার দান যে  তারা নেবেন না সে কথাও আন্দোলন রত সরকারি কর্মীরা স্পষ্ট করেছেন ইতিমধ্যেই । 

রাজ্য সরকারি কর্মীদের দাবি একটাই , কেন্দ্রীয় হারে ডি এ দিতে হবে তাদের । এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করে শুক্রবার রাজ্য বিধানসভা অভিযানের ডাক দেয় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । পাশাপাশি আগামী সোম ও মঙ্গলবার সপ্তাহের প্রথম দু’দিন গোটা রাজ্য জুড়ে কর্ম বিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ । 

এদিন রাজ্য সরকারি কর্মীদের ২৮ টি সংগঠনের যৌথ বিধানসভা অভিযান কে কেন্দ্র করে হিংস্বাত্মক হয়ে ওঠে মহানগরীর রাজ পথ । মিছিলে অংশ নেওয়া সরকারি কর্মীরা এদিন রাজ্য  বিধানসভার দিকে অগ্রসর হওয়া মাত্রই পুলিশ তাদের মাঝ পথেই আটকে দেয় । এরপরই পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি শুরু হয় মিছিলে অংশ নেওয়া রাজ্য সরকারি কর্মীদের । পাশাপাশি পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলন রত রাজ্য সরকারি কর্মীরা এদিন রাজ্যপালের কাছেও স্মারকলিপি জমা দিতে উদ্যত হলে তাও মাঝ পথে আটকে দেয় পুলিশ । এই ঘটনাকে নজির বিহিন ঘটনা বলেই মত পোষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা । 

তবে নয় নয় করে ইতিমধ্যেই পার হয়েছে বেশ কয়েকদিন । রাজ্য সরকারি কর্মীদের আমরণ অনশন মঞ্চে ইতিমধ্যই অসুস্থ হয়ে হাসপাতালে ঠাই হয়েছে দুই সরকারি কর্মীর ।  তার পরেও হুঁশ ফেরেনি রাজ্য (WB GOVT) সরকারের । এই অবস্থায়  সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকারের সহমর্মিতা তো দুরস্ত উল্টে কর্মীদের এই দাবিকে অমুলক আখ্যা দিয়ে সরকারি কর্মীদের এই গন অবস্থানের কর্ম সুচিকে রাজনীতির মোড়কে মুরিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মহানগরীর মেয়র ফিরহাদ হাকিম। 

ইতিমধ্যেই আন্দোলনরত সরকারি কর্মীদের সম্পর্কে তিনি  বলেছেন,’ এই গন অবস্থান সিপিএমের তথা বামফ্রন্ট কর্মী ইউনিয়নের কারসাজী’ , এমনকি ২৮ টি কর্মী সংগঠনের এই গনঅবস্থান কর্মসুচিকে ভেস্তে দিতে প্রশাসনিক নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত মহামান্য হাইকোর্টের (HIGH COURT) নির্দেশে কলকাতা মহানগরীর বুকে গন অবস্থান থেকে শুরু করে ডি এ (DA) -র দাবিতে মিছিল মিটিং – এর ছাড় পত্র পায় আন্দোলনরত একাধিক কর্মচারী সংগঠন । সেই মতো মহামান্য হাইকোর্টের নির্দেশে মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে বেশ কয়েকদিন দিন ধরে লাগাতার বিক্ষোভ কর্মসূচী পালন করছে রাজ্য সরকারী কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । 

কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য দাবিতে অনড় । ইতিমধ্যেই  গন অবস্থান ও আমরণ অনশন মঞ্চ ডি এ -এর দাবিতে থেকে রাজ্য সরকার কে চরম হুঁশিয়ারি দিয়েছে আন্দোলন রত সরকারি কর্মীরা । তাদের দাবি রাজ্য সরকার তাদের ন্যায্য দাবি না মেটালে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজ করবেন না তারা । এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কে ইতিমধ্যেই চিঠি দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য সরকারি কর্মী সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ । পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক কেও এই স্পর্শ কাতর বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের নেতৃত্ব । এমনকি সংগঠনের তরফে রাজ্য নির্বাচন কমিশনের অফিস এবং নবান্নে যাওয়া হবে বলেও জানানো হয়েছে।  আন্দোলনকারী সরকারি কর্মীদের স্পষ্ট বক্তব্য, মহার্ঘ ভাতার দাবি না মেটানো হলে পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া হবে না। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের আহ্বায়ক।   

তবে  সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মীদের বর্তমান DAএর পরিমাণ ৩৮ শতাংশ । আগামী দিনে তিন ৪ শতাংশ বেড়ে তা পৌঁছে যাবে ৪২ -এর কোটায় ।  সেখানে রাজ্য সরকারি কর্মীদের ডি এ – এর পরিমাণ মাত্র ৬ শতাংশ । কিন্তু এতো কিছুর পরও যে রাজ্য সরকারি কর্মীদের একমাত্র ভরসার জায়গা সেই আদালত তা আর বলার অপেক্ষা রাখেনা।  কারণ , রাজ্য সরাকারি কর্মীদের ডি এ মামলা আপাতত ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের দরজায় । আদালতের নির্দেশ মতো আগামী ১৫ই মার্চ পরবর্তী শুনানি । কখনও পথে নেমে আন্দোলন কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র পাওনা গণ্ডা থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা । ইতিমধ্যেই  কলকাতা হাইকোর্টে ঝাড়ি খেয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করেছে  রাজ্য সরকার । 

তবে রাজ্য সরকারের হুঁশ ফেরাতে শুধুমাত্র আদালতের ওপর ভরসা না করে পথে নেমে চরম আন্দোলনের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ২৮ টি সংগঠনের কর্মীরা । শেষ পর্যন্ত রাজ্য সরকার সরকারি কর্মীদের দাবিকে মান্যতা দেয় কিনা সেটাই এখন দেখার । তবে বকেয়া পাওনা গণ্ডার দাবিতে আগামীতে রাজ্য যে একপ্রকার অচল হওয়ার জোগাড় তা বলাই বাহুল্য । তবে এই প্রথম নয় বকেয়া ডিএ -র দাবিতে আদালতের দরজায় কড়া নেড়েও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত পথে নেমে আন্দোলনের পাশাপাশি  বিগত বছরের শেষের দিকে বিধানসভা অভিযানের ডাক দেয় রাজ্য সরকারি কর্মচারীরা । তা নিয়ে অবশ্য ঘটনার ঘনঘটা কম হয়নি । পুলিশের সঙ্গে সরকারি কর্মচারীদের তুমুল ধ্বস্তাধস্তির সাক্ষী হয়েছে মহানগরী । পাশাপাশি সরকারের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলনের আক্ষা দিয়ে নয় নয় করে প্রায় ৪৬ জন রাজ্য সরকারি কর্মীকে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে । পরে অবশ্য আদালতের নির্দেশে গ্রেফতার হওয়া কর্মীরা ছাড়া পান পুলিশি হেফাজত থেকে । এ নিয়ে রাজ্যের শাসক থেকে বিরোধী রাজনৈতিক তরজা অব্যাহত ।

written by – Somnath Pal. 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #DA #HIGHCOURT #GOVT #SALARY  #DEARNESS ALLOWANCE #WB #ASSEMBLY

Leave a Comment