গোটা দেশের বেকারত্বের গ্রাফ ক্রমশ উর্ধ্ব মুখি । সাম্প্রতিক সময়ে তার ছবি বেশ স্পষ্ট । কিন্তু সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের তথা দেশের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর কেন্দ্র -রাজ্য দুই সরকারই। বিগত কয়েক বছরের আর্থিক খরা কাটিয়ে রাজ্য তথা দেশের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার।
সেই লক্ষ্যে এবার একধাপ এগিয়ে চাকরি প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ এনে দিল কেন্দ্র সরকারের পারমাণবিক শক্তি মন্ত্রকের অধীনে থাকা ভাবা অ্যাটোমিক (Bhaba Atomic Research Centre) রিসার্চ সেন্টার । এই মর্মে গত কয়েকদিন আগেই নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ । এ ক্ষেত্রে গোটা দেশের যে কোনও প্রান্তের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । চলতি বছরের শুরুতে এটিই যে সরকারি চাকরির বাজারে অন্যতম বড় আপডেট তা বলার অপেক্ষা রাখেনা। পাশাপাশি দেশের কয়েক কোটি বেকার চাকরি প্রার্থীদের কাছে এটি যে বাড়তি পাওনা তা বলাই বাহুল্য ।
তাই অযথা সময় বিলম্ব না করে আকর্ষণীয় বেতনে কেন্দ্র সরকারের অধীনে চাকরি (Central Govt Job) করতে চাইলে এখনই আবেদন করুন । তাহলে জেনে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়া গোটা বিষয় সম্পর্কে । মনোযোগ দিয়ে দেখে নিন নিচের প্রতিবেদনটি ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Advertisement No- 03/2023/BARC Dated – 24/04/2023
প্রথমেই শূন্য পদ –
সংশ্লিষ্ট সংস্থা অর্থাৎ ভাবা অটোমিক রিসার্চ সেন্টার মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একাধিক বিষয়ে মোট তিনটি পদের ক্ষেত্রে সরাসরি নিয়োগ এবং একাধিক বিষয়ে ট্রেইনি অর্থাৎ শিক্ষানবিশ পদের পদের জন্য প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । তবে সরাসরি নিয়োগ এবং ট্রেইনি পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা কয়েক হাজার । মূলত যে যে পদের ক্ষেত্রে সরাসরি নিয়োগ করা হবে সেগুলি হল ,
১) টেকনিক্যাল অফিসার (Tecnical Officer)
২) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (Scientific Assistant)
৩) টেকনিশিয়ান বি (Tecnician/ B)
উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা – ২১২ টি – এর মধ্যে টেকনিক্যাল অফিসার পদে নেওয়া হবে ১৮১ জন , সায়েন্টিফিক অ্যা সিস্ট্যান্ট পদে ৭ জন এবং টেকনিশিয়ান পদে নেওয়া হবে ২৪ জন সফল এবং যোগ্য প্রার্থীকে ।
অন্যদিকে ট্রেইনি অর্থাৎ শিক্ষানবিশ বিভাগে
ক্যাটাগরি – ওয়ান (Category -I ) এবং ক্যাটাগরি – টু (Category- II) পদের মধ্যে মোট শূন্য পদের সংখ্যা – ৪১৬২ টি
তবে উভয় ক্ষেত্রে যে যে বিষয় অর্থাৎ ট্রেডের ক্ষেত্রে নিয়োগ করা হবে সেগুলি হল –
১) বায়ো সায়েন্স / বায়ো কেমিস্ট্রি / বায়ো টেকনোলজি / মাইক্রো বায়োলজি /
২) কেমিস্ট্রি
৩) ফিসিক্স
৪) আর্কিটেকচার
৫) কেমিক্যাল
৬) সিভিল
৭০ কম্পিউটার সায়েন্স
৮) ড্রিলিং
৯ ) ইলেক্ট্রনিক্স
১০) ইন্সট্রুমেন্টেশন
১১) মেকানিক্যাল
১২) মাইনিং
১৩ ) লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স
১৩) ফুড টেকনোলজি অ্যান্ড হম সায়েন্স
১৪) বয়লার অ্যাটেড্যান্ট
উল্লেখিত বিষয় গুলি ছাড়াও ট্রেইনি অর্থাৎ শিক্ষানবিশ পদের জন্য আরও একাধিক বিষয়গুলির ক্ষেত্রে প্রার্থী নেওয়া হবে সেগুলি হল ,
১) এগ্রিকালচার
২) হর্টিকালচার
৩) ইলেক্ট্রিক্যাল
৪) অটোমোবাইল
৫) ইন্ডাস্ট্রিয়াল সেফটি
৬) ফিটার
৭) টার্নার
৮) ওয়েল্ডার
৯) মেকানিক অ্যান্ড টুল মেইটেন্যান্স
১০) রেফ্রিজারেশন / এয়ার কন্ডিশন মেকানিক
১১) ড্রাফ্ট ম্যান
১২) ম্যাসন
১৩) প্লাম্বার
১৪) কারপেন্টার
১৫) মোটর মেকানিক
১৬) ডিসেল মেকানিক
১৭) প্লান্ট অপারেটর
১৮) ডেন্টাল টেকনিশিয়ান মেকানিক / হাইজেনিক
১৯) ল্যাবরেটরি
আবেদকারীর শিক্ষাগত যোগ্যতা-
সরাসরি নিয়োগ এবং শিক্ষানবিশ উভয় ক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে উল্লেখিত বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।
বয়স সীমা –
উল্লেখিত পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে
‘ টেকনিক্যাল অফিসার ‘ পদের ১৮ থেকে ৩৫ বছর ।
‘ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘ পদের জন্য ১৮ থেকে ৩০ বছর
‘ টেকনিশিয়ান ‘ পদের জন্য ১৮ থেকে ২৫ বছর
অন্যদিকে ট্রেইনি অর্থাৎ শিক্ষানবিশ পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে
‘ ক্যাটাগরি ওয়ান ‘ প্রার্থীদের ক্ষেত্রে ১৯ থেকে ২৪ বছর এবং ক্যাটাগরি -টু ‘ পদের ক্ষেত্রে ১৮ থেকে ২২ বছরের মধ্যে ।
তবে যাবতীয় পদ গুলিতে আবেদনের জন্য সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন এবং ভাতা –
সংশ্লিষ্ট সংস্থায় সরাসরি নিয়োগ হওয়া বা নিযুক্ত কর্মীকে যেমন ,
‘ টেকনিক্যাল অফিসার ‘ পদের ক্ষেত্রে প্রতিমাসে ৫৬,১০০ টাকা
‘ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘ পদের ক্ষেত্রে প্রতিমাসে ৩৫,৪০০ টাকা
‘ টেকনিশিয়ান ‘ পদের ক্ষেত্রে প্রতিমাসে ২১,৭০০ টাকা বেতন দেওয়া হবে ।
অন্যদিকে ট্রেইনি পদে নিযুক্ত দেরক্যাটাগরি ওয়ান ‘ পদের ক্ষেত্রে প্রতিবছরে ২৪,০০০ থেকে ২৬,০০০ টাকা
ক্যাটাগরি -টু ‘ পদের ক্ষেত্রে প্রতিবছরে ২০,০০০ থেকে ২২,০০০ টাকা স্টাইপেন্ড অর্থাৎ ভাতা দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি-
আবেদনের সময় আবেদনকারী প্রার্থীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইটে ঢুকে নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্র টি ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে সব শেষে নিজের ছবি এবং সই স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি-
উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে আবেদকারী প্রার্থীকে প্রথমে কম্পিউটারে অনলাইনে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ এবং উল্লেখিত বিষয় বা ট্রেডে দক্ষতা প্রমান দিতে হবে। এ ছাড়াও আবেদনকারীর জমা দেওয়া ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। সব শেষে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
আবেদন ফী –
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ‘ টেকনিক্যাল অফিসার ‘ পদের জন্য ৫০০ টাকা
‘ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘ পদের জন্য ১৫০ টাকা
‘ টেকনিশিয়ান ‘ পদের জন্য ১০০ টাকা আবেদন ফিজমা করতে হবে ।
অন্যদিকে ট্রেইনি পদের জন্য সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১৫০ এবং ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে ।
তবে যাবতীয় বিভাগে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – ( https://barconlineexam.com)
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানাতে হবে আগামী মে’ মাসের ২২ তারিখ অর্থাৎ 22/05/2023
আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com – এ
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #govt job #job #recruitment #employment #central govt job