কেন্দ্র সরকারের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু মাধ্যমিক পাশে -Central Govt job

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

মাধ্যমিক পাশ ছাত্র- ছাত্রীদের জন্য এবার বিরাট সুখবর। এবার মাধ্যমিক পাশে কয়েকশ আপ্রেন্টিশ বা শিক্ষানবিশ নেবে ভারত সরকারের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন (Nuclear Power Corporation of India Limited) ।  এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট দফতর মারফৎ শিক্ষানবিশ (RECRUITMENT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এই সংস্থায় বিভিন্ন পদে শিক্ষানবিশ হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা  । এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল সফল এবং যোগ্য প্রার্থীদের অ্যা প্রেন্টিশ বা শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত করা হবে মহারাষ্ট্রের তারাপুরে অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের কেন্দ্রস্থলে।  এবার তাহলে আসুন  দেখে নেওয়া যাক শিক্ষানবিশ পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- TMS/HRM/APPRENTICESHIP/2022  

আবেদন পদ্ধতি—

ভারত সরকারের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩.  প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি ভারতীয় রেলেসংশ্লিষ্ট সংস্থার  ওয়েব (www.npcilcareers.co.in) অথবা (www.apprenticeshipindia.org) সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম—————————— 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—- 

c.  লিঙ্গ————————————

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———-

e.  শিক্ষাগত যোগ্যতা————————-

f.  প্রাসঙ্গিক বিষয়ে  অভিজ্ঞতা————

g. আবেদনকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ—

h.  মোবাইল নম্বর————————-

i. ইমেল আইডি ————————-

j. আবেদকারী প্রার্থীর পিতার নাম—————

সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এরপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে। 

এবার দেখে নেব কোন কোন পদ বা বিভাগের জন্য শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ-এর আবেদন চাওয়া হয়েছে—

ফিটার (Fitter)

টার্নার (Turner)

ইলেকট্রিশিয়ান (Electrician)

ওয়েল্ডার(Welder )(G&E)

আরমেচার বাইন্ডার(Armature Winder)

মেশিনিস্ট (Machinist)

কারপেন্টার(Carpenter)

পেইন্টারPainter (General)

মেকানিক  Mechanic (DSL)

ওয়ারম্যান (Wireman)

প্লাম্বার (Plumber)

ড্রউট্ম্যান- Draughtsman (Civil)

স্টেনোগ্রাফার  Stenographer

(English& Hindi)

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (Information &communication technology) 

বয়সসীমা—

উল্লেখিত বিভাগে শিক্ষানবিশ হওয়ার আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।   

এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর  এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে 25/01/2023 তারিখ অনুযায়ী নির্দিষ্ট বয়স হিসাব করে নিতে হবে।  

মাসিক ভাতা- 

এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের শিক্ষাগত যোগ্যতা ও প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার মাপকাঠি অনুযায়ী  দুটি বিভাগে ভাতা দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ । 

শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত বিভাগগুলিতে শিক্ষানবিশ হওয়ার জন্য পদের ক্ষেত্রে আবেদনকারীকে  অষ্টম শ্রেণি/ মাধ্যমিক পাশ হতে হবে 

পাশাপাশি আইটিআই অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, 

০৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি – 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই  

উল্লেখিত শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের যাবতীয় বিভাগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারত সরকারের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের অধীনে মহারাষ্ট্রের তারাপুর কেন্দ্রে । 

অনলাইনে আবেদন  সহ আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন  (www.npcilcareers.co.in) অথবা (www.apprenticeshipindia.org) -এ 

আবেদনের শেষ সময় সীমা 25/01/2023

Official Notice : Download Here

রাজ্য তথা গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন www.bongodhara.com   – এ 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG – #Apprenticeship #Training # #Developement #Nuclear #Power #Govt #India

Leave a Comment