কেন্দ্র সরকারের 21 ধরনের গ্রুপ সি ও ডি পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি -Central Health Recruitment 2023

কথায় বলে স্বাস্থ্যই সম্পদ । তা সে আম জনতাই হোক কিংবা সেনাবাহিনীর জওয়ান । বিশেষ করে জওয়ান দের স্বাস্থ্যের বিষয়ে সচেতন যে কোনও দেশের যে কোনও সরকারই । এবার ভারতীয় সেনাবাহিনীর স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য কর্মী । সম্প্রতি এই মর্মে ভারতীয় সেনা বাহিনীর স্বাস্থ্য বিভাগের সদর কার্যালয় মারফৎ স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে অবসর প্রাপ্ত সেনা কর্মী দের জন্য । নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে ভারতীয় সেনা বাহিনীর স্বাস্থ্য বিভাগের তত্বা বধানে । তাহলে আসুন জেনে নেওয়া যাক যাবতীয় বিষয় সম্পর্কে – 




শূন্য পদের বিবরণ – 

১) পদের নাম – অফিসার ইন চার্জ পলিক্লিনিক ‘ (Officer In- Charge Polyclinic ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৬ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে ৭৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় সেনা বাহিনীর অবসর প্রাপ্ত সেনা কর্মী হওয়ার পাশাপাশি স্নাতক ডিগ্রী এবং প্রাসঙ্গিক বিষয়ে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


২)  পদের নাম – গাইনোকলোজিস্ট ‘ (Gyneacologist) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৩ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১ লক্ষ  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে এম ডি/ এম এস ডিগ্রিধারী  হওয়ার পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৩) পদের নাম – মেডিক্যাল স্পেশালিস্ট ‘ (Medical Specialist ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৫ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ৭৫,০০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে এম ডি/ এম এস ডিগ্রিধারী  হওয়ার পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৪) পদের নাম – মেডিক্যাল অফিসার ‘ (Medical Officer ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ২৮ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৬ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ৭৫,০০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে এমবিবিএস  ডিগ্রিধারী  হওয়ার পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৫) পদের নাম – ডেন্টাল অফিসার ‘ (Dental Officer ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১১ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ৭৫,০০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে বিডিএস ডিগ্রিধারী  হওয়ার পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৬) পদের নাম – রেডিওলোজিস্ট ‘ (Radiologist ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৩ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১ লক্ষ  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী  হওয়ার পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


৭) পদের নাম – ডেন্টাল হাইজেনিস্ট ‘ (Dental Hygienist ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১৩ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১ লক্ষ  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী  হওয়ার পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে  কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৮)  পদের নাম – রেডিওগ্রাফার ‘ (Radiographer)  

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৩ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ২৮,১০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী  হওয়ার পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে ৫ বছর  কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৯) পদের নাম – ফিজিওথেরাপিস্ট ‘ (Physiotherapist) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ২৮,১০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী  হওয়ার পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে ৫ বছর  কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


১০) পদের নাম – ফার্মাসিস্ট ‘ (Phermacist ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১৩ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ২৮,১০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে অর্থাৎ বি ফার্ম  ডিগ্রীর এবং বিজ্ঞান শাখায় ফিসিক্স / কেমিস্ট্রি / বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি  প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছর  কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


১১)  পদের নাম – নার্সিং অ্যাসিস্ট্যান্ট ( Nursing Assistant)  

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৭ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ২৮,১০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । সেনাবাহিনীর নার্সিং বিষয়ে অভিজ্ঞতা আবশ্যক । 


১২)  পদের নাম – ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ‘ ( Labratory Assistant)  

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৮ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ২৮,১০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে অর্থাৎ ডিএম এল টি /ল্যাব টেক বিষয়ে ডিগ্রীর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


১৩)  পদের নাম – ল্যাবরেটরি টেকনিশিয়ান  ‘ ( Labratory Technician )  

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৯ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ২৮,১০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক পাসাপাসি ল্যাব টেকনিশিয়ান বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


১৪)  পদের নাম – ড্রাইভার ‘ (Driver) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৬ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১৯,৭০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে অষ্টম শ্রেনি পাশ হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে ৫ বছর কাজের অভিজ্ঞতার পাশাপাশি হালকা অথবা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে ।  


১৫ ) পদের নাম – মহিলা অ্যা টেন্ড্যান্ট ‘ ( Female Attendant) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৩ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১৬,৮০০ টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে সাক্ষর  হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  


১৬) পদের নাম – সাফাইওয়ালা ‘ (Safaiwala) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১১ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১৬,৮০০ টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে সাক্ষর  হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


১৭)  পদের নাম – চৌকিদার ‘ (Chowkidar) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৪ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১৬,৮০০ টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে অষ্টম শ্রেনি পাশ হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


১৮)  পদের নাম – পিওন ‘ (Peon) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ২ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১৬,৮০০ টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে  প্রাসঙ্গিক বিষয়ে পাঁচ কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।


১৯)  পদের নাম – আই টি নেটওয়ার্ক টেকনিশিয়ান (IT Network Technician ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ২৮,১০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে  প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রীর পাশাপাশি দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।


২০) পদের নাম – ডাটা এন্ট্রি অপারেটর ‘ (Data Entry Operator ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৬ টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১৬,৮০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক বা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হওয়ার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে পাঁচ বছর এবং কম্পিউটার বিষয়ে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


২১) পদের নাম -ক্লার্ক ‘ (Clerk ) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১৪টি 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতিমাসে পূর্ণ সময়ের জন্য ১৬,৮০০  টাকা বেতন দেওয়া হবে । 

যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক বা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হওয়ার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


আবেদন পদ্ধতি – 

এক্ষেত্রে আবেদনকারীকে অফ লাইনে আবেদন করতে হবে । এক্ষেত্রে আবেদনকারীকে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়োডাটা তৈরি করে এবং সকল নথিপত্র সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । 


নিয়োগ পদ্ধতি –

নিয়োগের ক্ষেত্রে আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । তবে কিছু বিভাগের ক্ষেত্রে রয়েছে লিখিত পরীক্ষা । এরপর আবেদন কারী প্রার্থীর জমা করা নথি পত্র ভেরিফিকেশনের পর প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার পর চুরান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । চুরান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য  প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ভারতীয় সেনা বাহিনীর তিরুয়ানন্তপুরম সদর কার্যালয় মারফৎ । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 


প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন পত্র পূরণ সহ নিয়োগ প্রক্রিয়ার শেষ প্রক্রিয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে । যেমন , 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার সংশা পত্র ,

আবেদনকারীর পূর্বের কর্মস্থলের বিবরণ 

আদার কার্ড 

বয়সের প্রমান পত্র 

মার্কশিট , 

পাস্পরত সাইজের রঙিন ছবি , ইত্যাদি 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Station Headquarters (ECHS) Pangode , Thirumala- PO- Thiryvananthapuram- 695006 . 


উল্লেখিত পদ গুলিতে আবেদন পত্র পাঠানোর শেষ সময় সীমা চলতি মার্চ মাসের ২৫ তারিখ অর্থাৎ 25/03/2023


আমরাই দেবো সথিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com-এ 


TAG – #ARMY #JOB #HEALTH #RECRUITMENT #INDIAN ARMY

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 


 More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment