কেন্দ্র BECIL সংস্থায় প্রচুর গ্রুপ সি পদে চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন -Govt Job Recruitment

যুগ বদলাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে সময় । আর বদলে যাওয়া সময়ের হাত ধরে ক্রমশ বদল হচ্ছে  টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি । সরকারি কিংবা বেসরকারি সবেতেই এখন নিত্য নতুন কারিগরি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিদ্যার প্রচলন অতিমাত্রায় । তার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে নিত্য নতুন তথ্য আর প্রযুক্তির ছোঁয়া । তাই চাকরি মানেই বর্তমান সময়ে কারিগরি আর তথ্য প্রযুক্তির ছড়াছড়ি । তবে দীর্ঘ কয়েক বছর যাবত আর্থিক মন্দার জেরে থমকে থাকার পর গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফলস্বরুপ  রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে কর্মী নিয়োগের খবর যে নতুন করে আশার আলো দেখাচ্ছে তা বলাই বাহুল্য।   

বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT) নিয়োগ করতে চলছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধিনস্ত ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস(BECIL) ইন্ডিয়া লিমিটেড।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।   চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে  বিইসিআইএলের (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) অধীনে দেশের একাধিক সরকারি প্রতিষ্ঠানে ।  এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়।  এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতর অর্থাৎ (www.becil.com ) অথবা (https://becilregistration.com ) ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ 

নিজের ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

নিয়োগ পদ্ধতি-

নিয়োগের ক্ষেত্রে আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের প্রথমেই ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষা অর্থাৎ স্ক্রিনিং টেস্টের জন্য । এরপর স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ দের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য। তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। এক্ষেত্রে যাবতীয় পরীক্ষার সময় সূচি আবেদনকারী প্রার্থীকে ইমেল মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে । 

এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে—

১) পদের নাম- সিনিয়র টি এ সিভিল ‘ (Senior TA Civil) 

শূন্যপদ–  উল্লেখিত পদে শূন্যপদের সংখ্যা ১ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ব বিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । সঙ্গে আবেদনকারীকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


২) পদের নাম- ড্রাইভার ‘ (Driver) 

শূন্যপদ– উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ২২ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

 উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে ভারী অথবা হালকা যানবাহন চালানোর দক্ষতা এবং বৈধ লাইসেন্স ধারী হতে হবে ।  

৩) পদের নাম-  ডাটা এন্ট্রি অপারেটর ‘ ( Data Entry Operator ) 

শূন্যপদ- উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ৩ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ২০ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাশ হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে দক্ষ এবং প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৪) পদের নাম-  সিনিওর ইঞ্জিনিয়ার ‘ (Senoir Engineer) 

শূন্যপদ- উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ২ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ৩০ থেকে ৩৫ হাজার  টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং / বি টেক / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল / টেলিকমিউনিকেশন  বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৫) পদের নাম-  উপদেষ্টা ‘ (Advisor)

শূন্যপদ– উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ২ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ৭০ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল /   অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং / বি টেক / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল / টেলিকমিউনিকেশন / ইন্সট্রুমেন্টেশন ? প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং  বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা ধারী  হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৬) পদের নাম-  ট্রেইনি ‘ (Trainee) 

শূন্যপদ- উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ২২ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক  অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । সঙ্গে ইভেন ম্যানেজমেন্ট এবং কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । 

৭)  পদের নাম-  আধিকারিক ‘ (Executive) 

শূন্যপদ– উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ২ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ৩৫ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক  অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । সঙ্গে ইভেন ম্যানেজমেন্ট এবং কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । 

৮) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ‘ ( Assistant Manager) 

শূন্যপদ- উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ৫০ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ব বিদ্যালয় থেকে মেকানিক্যাল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইন্সট্রুমেন্টেশন বিষয়ে ব্যাচেলর অব টেকনোলজি অর্থাৎ বি টেক ডিগ্রিধারী হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ যেমন হতে হবে তেমনি প্রাসঙ্গিক বিষয়ে ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৯) পদের নাম- ম্যানেজমেন্ট ট্রেইনি ‘ ( Management Trainee) 

শূন্যপদ- উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ২৫ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এম বি এ ডিগ্রী ধারী হতে হবে ।  এছাড়াও কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । 

১০) পদের নাম- সহকারী ‘ ( Assistant) 

শূন্যপদ- উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ২২ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক  অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । সঙ্গে ইভেন ম্যানেজমেন্ট এবং কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । 

১১) পদের নাম- প্লাম্বার ‘  (Plumber)

শূন্যপদ- উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

মাসিক বেতন- 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ২০ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।  

শিক্ষাগত যোগ্যতা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

এক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ সহ নিযুক্ত হওয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে যে  ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল  যেমন , 

আঁধার কার্ড 

শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র 

বয়সের প্রমাণ পত্র

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণ পত্র 

জাতিগত সংশাপত্র 

বাসস্থানের প্রমাণ পত্র

সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি । 

আবেদন ফী – 

সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮৮৫ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৩৫৪ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  www.becil.com অথবা  https://becilregistration.com – এ 

আবেদন জানানোর শেষ তারিখ চলতি এপ্রিল মাসের ২৭ তারিখ অর্থাৎ 27/04/2023  

আমরা আছি চাকরি প্রার্থীদের সঙ্গে , চটজলদি চাকরির সঠিক খবর পেতে নজর রাখুন bongodhara.com 

Official Notice :Download 

Join Telegram Channel : Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #BROADCAST #BECIL #CENTRAL GOVT #ENGINEER

Leave a Comment