খাদ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -Food Department Recruitment

ফুড কর্পোরেশনে অব ইন্ডিয়ার (Food Corporation of India ) নাম শোনেননি এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল । এবার ফুড কর্পোরেশনে অব ইন্ডিয়াতে  লক্ষ টাকা বেতনের চাকরির সুযোগ আপনার সামনে । সময় নষ্ট না করে চটপট দেখে নিন বিস্তারিত তথ্য সম্পর্কে । সম্প্রতি বেশ কয়েক টি পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খোদ ভারত সরকার নিয়ন্ত্রিত ফুড (FCI Recruitment) কর্পোরেশন অব ইন্ডিয়া  । এ ক্ষেত্রে গোটা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদের জন্য । সম্পূর্ণ এই নিয়োগ (Recruitment ) প্রক্রিয়াটি সম্পন্ন হবে সংশ্লিষ্ট সংস্থার তত্বাবধানে । এক্ষেত্রে নিযুক্ত সফল এবং যোগ্য প্রার্থীকে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার অধীনে  দেশের একাধিক রাজ্যে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটির যাবতীয় তথ্য পেতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।

আবেদন পদ্ধতি – 

এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইন ও অফলাইন দু’তরফেই আবেদন  আবেদন করতে হবে । প্রথমে ফুড  কর্পোরেশন অব ইন্ডিয়ার ওয়েব (http://fci.gov.in ) সাইটে গিয়ে আবেদনকারীকে তার মোবাইল নম্বর এবং ইমেল আই ডি দিয়ে আবেদন পত্রটি ডাউন লোড করতে হবে । অনলাইনে আবেদনের সময় আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে ।  এরপর আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে উক্ত আবেদনপত্রের একটি প্রিন্ট কপিও করে নিতে হবে । তারপর ওই আবেদন ফর্মের প্রিন্ট কপিটি প্রমাণ স্বরুপ  প্রার্থীকে তার নিজের সই করে এবং সাম্প্রতিক সময়ের ছবি সাঁটিয়ে সকল ডকুমেন্টস সহযোগে  নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

অফলাইনে আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Deputy General Manager(Estt-I), Food Corporation of India, Headquarters, 16-20 Barakhamba Lane, New Delhi-110001. 

নিয়োগ পদ্ধতি – 

এ ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে আবেদনকারীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য । তার পর হবে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা প্রমানের পরীক্ষা। এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে পারসোনাল ইন্টারভিউয়ের জন্য ।  সবশেষে শারীরিক পরীক্ষা এবং আবেদনকারীর পারদর্শিতা প্রমানের প্রমানের পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে  নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া টি আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন পত্র পূরণ সহ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস যেমন , শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র , বয়সের প্রমাণ পত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার সংশাপত্র , জাতিগত সংশাপত্র , বাসস্থান বা ঠিকানার প্রমাণ পত্র , আঁধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড ,পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে । 

নিয়োগকারী সংস্থা – 

এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (FOOD CORPORETION OF INDIA)  অধীনে দেশের  একাধিক রাজ্য যেমন,  Delhi, Chennai, Mumbai, Kolkata, Guwahati, Chandigarh, Shimla, Jaipur, Lucknow, J&K, Dehradun, Panchkula,

Bangalore, Amravati, Hyderabad, Ahmedabad, Raipur, Bhopal, Patna, Ranchi, Bhubaneswar, Shillong, Itanagar, Imphal, Dimapur সংশ্লিষ্ট পদে  নিয়োগ করা হবে ।  

শূন্যপদের বিবরণ – 

১) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং ‘ ( Assistant General Manager Civil Engineering)

শূন্যপদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ২৬ টি 

শিক্ষাগত যোগ্যতা – 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রীর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

বেতন পরিকাঠামো –  

নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতিমাসে ৬০,০০০ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।  

২) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মেকানিক্যাল অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ‘ ( Assistant General Manager Electrical And Mechanical Engineering)

শূন্যপদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ২০ টি 

শিক্ষাগত যোগ্যতা – 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রীর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

বেতন পরিকাঠামো –  

নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতিমাসে ৬০,০০০ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।  

সংশ্লিষ্ট পদে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন জানাতে বলা হয়েছে ।  

আরও বিস্তারিত জানতে দেখে নিন  (http://fci.gov.in

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 


★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG – #FOOD CORPORATION OF INDIA  #RECRUITMENT #JOB #FCI

Leave a Comment