খাদ্য দপ্তরে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Job Recruitment

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে(GOVT JOB) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক মিড (mid-day meal programme)ডে মিল কর্মসূচীতে কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা  মারফৎ ‘মিড ডে মিল’ (MID -DAY MEAL)কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।  এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।

প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. এক্ষেত্রে  অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে সরাসরি/ডাক যোগে জমা করতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে।

৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া সংশ্লিষ্ট জেলার ওয়েব (http://purulia.gov.in) সাইট থেকে আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a. নিজের নাম——–

b. বাবার নাম——— 

c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——- 

d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———

e. লিঙ্গ————-

d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি—– 

e. শিক্ষাগত যোগ্যতা————-

f. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা———- 

ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে হবে পুরুলিয়া জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে মিড- ডে মিল সেকশনের নির্দিষ্ট ঘরে। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – ‘To the Sub-.Divisional Oflicer, Purulia Sadrr, at Officc campus of the District Magistrate, Purulia, P.O. + Dist – Purulia, Pin – 723l0l

আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল, 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি । 

এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে

পদের নাম – ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR )

মাসিক বেতন- 

এ ক্ষেত্রে নিযুক্ত হওয়া ব্যাক্তিকে প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে । সঙ্গে প্রতি বছর বেতন বৃদ্ধির কথাও বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ ।  

বয়স

এক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে০১-০১-২০২৩ -এর হিসাবে ৩০ থেকে ৪০  বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

কাজের ধরণ- 

সম্পূর্ণ এই নিয়োগটি চুক্তি( contractual job) ভিত্তিক । এক্ষেত্রে নিযুক্ত ব্যাক্তিকে রাজ্য স্বাস্ত্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিয়ম মাফিক মিড- ডে -মিল প্রোগ্রামে কাজ করতে হবে । উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকের অধীনে সংশ্লিষ্ট পঞ্চায়েত/ পুরসভার মিড-ডে-মিল সেন্টারে ।  

নিয়োগ পদ্ধতি – 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনকারী প্রার্থীর জমা করা আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর ডেকে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন পর্বে । তারপর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য । এরপর চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হা তে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । 

আবেদনের শেষ তারিখ ২২ শে ফেব্রুয়ারি ২০২২ অর্থাৎ 22/02/2023 

আমরা আছি আপনাদের সঙ্গে , চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG- #WB JOB #GOVT JOB #MID -DAY MEAL #DATA ENTRY OPERATOR

Leave a Comment