খোদ কলকাতায় প্রচুর চাকরির সুযোগ, আবেদন করে নিয়ে নিন চাকরি -WB Job Recruitment

তিনি মহান বিজ্ঞানী , স্যার সত্যেন্দ্র নাথ বোস । ভারতবাসী হিসাবে এমন মানুষের নাম জানেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল । হ্যাঁ ঠিক তাই । তবে মহান এই বিজ্ঞানির নামেই রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র । এটি পূর্ব ভারতের প্রাণ কেন্দ্র কলকাতায় অবস্তিত । খোদ কলকাতার মাটিতেই রয়েছে মহান বিজ্ঞানী স্যার সত্যেন বো সের নামাঙ্কিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র । তবে এটি ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি (Science & Technology )  মন্ত্রকের অধীনে । 

এবার আপনার সামনে বিরাট চাকরির সুযোগ । তার কারণ এবার কলকাতার বো স ইন্সটিটিউটে কর্মী নিয়োগ করবে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক । তবে এ ক্ষেত্রে রাজ্য তথা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন । এক্ষেত্রে অষ্টম শ্রেনি পাশ হলেই যে চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন । শুনতে অবাক লাগলেও এটি একদম সত্যি । আবার রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে মহা আনন্দের খবর হল এই নিয়োগ প্রক্রিয়া টি ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে নিয়ন্ত্রিত হলে নিযুক্ত কর্মীকে নিয়োগ করা হবে খোদ কলকাতার বো স ইনস্টিটিউটে । এই মর্মে উল্লেখিত শূন্য পদ গুলি পূরণের উদ্দেশ্যে গত কয়েকদিন আগে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক মারফৎ আবেদন পত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । প্রকাশিত ওই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চট পট চোখ দ নিন নিচের সংখিপ্ত প্রতিবেদন টিতে ।  

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Advt. No.: BI/NON-ACA/11/2022-23                           Dated – 14.01.2023 

কীভাবে আবেদন করবেন- 

এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে অনলাইনে ভারত সরকার এবং বোস ইন্সটিটিউটের নির্দিষ্ট ওয়েব সাইট ( www.jcbose.ac.in ) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে তা আপলোড করতে হবে । সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে । তবে এখানেই শেষ নয় অনলাইনে আবেদন পত্রের একটি প্রিন্ট কপি এবং প্রার্থীকে তার যাবতীয় প্রমাণ পত্রের প্রত্যয়িত নকল অ্যাটেস্টেড সহ নির্দিষ্ট দিন এবং সময়ের সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । তবে এ রাজ্য ছাড়া অন্য রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন পত্র পাঠানোর সময় সীমা চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত । 

নিয়োগ পদ্ধতি – 

এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে প্রথমে  ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পূর্ব ভারতের স্বনাম ধন্য বিজ্ঞান ও প্রযুক্তি বোস বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্রে ।  

 

শূন্য পদের বিবরণ – 

এ ক্ষেত্রে মোট তিনটি বিভাগের শূন্যপদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । সেগুলি হল , 

১) জুনিওর মেকানিক ইলেকট্রিক্যাল ( JUNIOR MECHANIC – ELECTRICAL )

২) জুনিওর মেকানিক  মেকানিক্যাল (JUNIOR MECHANIC – MECHANICAL 

৩) ড্রাইভার কাম মেকানিক  (DRIVER CUM MECHANIC ) 

শূন্য পদের সংখ্যা – 

এ ক্ষেত্রে তিনটি বিভাগ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা – ৪ টি 

বয়স সীমা – 

উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি  মন্ত্রকের অধীনে সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে । 

মাসিক বেতন- 

উল্লেখিত পদে  নিযুক্ত কর্মীকে ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুরুপ সপ্তম বেতন কমিশনের নিয়মানুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া  হবে। অর্থাৎ নিযুক্ত কর্মী হবেন একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ।  

শিক্ষাগত যোগ্যতা – 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান অষ্টম শ্রেনি অথবা সমতুল পাশ হতে হবে  । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা সহ উপযুক্ত ট্রেড সার্টিফিকেট বা সংশাপত্র থাকতে হবে । এছাড়াও ড্রাইভার কাম মেকানিক পদের ক্ষেত্রে যানবাহন চালানোর অভিজ্ঞতা সহ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । এছাড়াও সংশ্লিষ্ট অফিসে আবেদন পাঠানোর সময় আবেদনকারী প্রার্থীকে উপরিক্ত ডকুমেন্টস বা নথি পত্রের প্রত্যয়িত নকল পাঠাতে হবে ।  

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To  “The Registrar (Officiating), Bose

Institute, Unified Academic Campus, Block-EN 80, Sector-V, Bidhannagar, Kolkata 700091

আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – –

( http://www.jcbose.ac.in/applications/mechanic) -এ 

অনলাইনে আবেদনের শেষ তারিখ 13/02/2023 

Official Notice : Download 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG- #SCIENCE &TECHNOLOGY #BOSE INSTITUTE #JOB #RECRUITMENT #KOLKATA

Leave a Comment