কলকাতা- নয় নয় করে সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় ৭০ টির ওপর। হ্যাঁ ঠিকই ধরেছেন। সরকারি প্রকল্পের কথা বলছি। রাজ্যের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন একাধিক জনমুখি প্রকল্প। তবে মজার বিষয় একটাই, সেটি হল এই প্রকল্প গুলির নামই শুনেছেন অনেক মানুষ । কেউ কেউ আবার আগেভাগেই এই সরকারি প্রকল্প গুলিতে নাম লিখিয়ে রীতিমতো সুবিধাও পাচ্ছেন । কিন্তু রাজ্যের বেশির ভাগ প্রান্তিক মানুষই সরকারের এই জনমুখি প্রকল্প সম্বন্ধে অবগত নন। অর্থাৎ প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত ভালো করে প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিন্দু বিসর্গ জানেন না।
ঠিক যেমন ধরা যাক পশ্চিম বঙ্গ সরকারের ‘গতিধারা’ (GATIDHARA PRAKALPA)প্রকল্প। এ রাজ্যের বেকার যুবক- যুবতীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে কয়েক বছর আগেই রাজ্য সরকার দ্বারা চালু হয়েছে জনমুখি এই প্রকল্পটি। এই প্রকল্পের আওতায় গোটা রাজ্যের বেকার যুবক- যুবতীরা গাড়ি কিনে ব্যবসা করতে চাইলে পশ্চিম বঙ্গ (WB GOVT) সরকার এই গতিধারা প্রকল্পের আওতায় ওই সকল আবেদনকারী বেকার জবক- যুবতীদের ক্রয় করা গাড়ির ওপর ১ লক্ষ টাকা ভর্তুকি দেয় । অর্থাৎ ওই যুবক – যুবতী গাড়ি ক্রয় মুল্যের ওপর ১ লক্ষ টাকা ভর্তুকি পাবেন সরকারের তরফে । তবে অনেক বেকার ভাই-বোনেরা অবশ্য কেবলমাত্র এই প্রকল্পের নামই শুনেছেন। প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত অনেক বেকার যুবক- যুবতীরা তাদের নামই এখনও সে অর্থে লিপিবদ্ধ করেননি এই প্রকল্পের আওতায়।
তাই আজ আমরা সেই সকল বেকার ভাই-বোনেদের উদ্দ্যশ্যে জানাবো রাজ্য সরকার দ্বারা চালু হওয়া গতিধারা’ প্রকল্প আসলে কি। এবং এই প্রকল্পে আবেদনই বা কিভাবে করবেন। কারণ রাজ্যের বেকার যুবক- যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই এই প্রকল্পটি চালু করেছে সরকার। গতিধারা প্রকল্পে আবেদন করতে চাইলে এখনই চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে।
‘গতিধারা’ (GATIDHARA PRAKALPA) প্রকল্প আসলে কি ?
আসলে চলমান জীবনে পথে বেড়িয়ে অনেক মানুষই বাস- ট্রেন -এর বদলে গাড়ি ভাড়া করে তার গন্তব্য স্থলে যাওয়া আসা করেন । এক্ষেত্রে বাজারে ভাড়ার গাড়িরও অন্ত নেই । বর্তমান সময়ে গ্রাম বাংলার বেশির ভাগ মানুষই ওলা – কিংবা উবের’ সম্পর্কে অবগত না হলেও শহর কিংবা মফঃস্বল এলাকার মানুষ এই দুটি সম্পর্কে বিশেষ অবগত । কিন্তু বেশির ভাগ বেকার যুবক – যুবতীরা আর্থিক অস্বচ্ছলতার কারণে নিজের গাড়ি কিনতে পারেন না । বিগত কয়েক বছর আগে রাজ্যের বেকার যুবক – যুবতীদের নিজের গাড়ি কিনে ভাড়ার গাড়ির ব্যবসা করার ক্ষেত্রে আর্থিক ভাবে সহায়তা প্রদান করতেই রাজ্য সরকার এই গতিধারা ‘ প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের সব কয়টি জেলার বেকার ভাই-বোনেরা নিজের গাড়ি কিনতে সরকারের ঘর থেকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পান সহজেই ।
গতিধারা’ (GATIDHARA PRAKALPA) প্রকল্পে কিভাবে আবেদন করবেন ?
আবেদনের ক্ষেত্রে প্রথমে রাজ্য সরকারের সংশ্লিষ্ট ওয়েব (https://employmentbankwb.gov.in) সাইটে গিয়ে নিজের নাম এবং ইমেল আইডি দিয়ে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ডাউনলোড হওয়া আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন, প্রার্থীর নাম , পিতা-মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কোনও বিষয়ে অভিজ্ঞতা থাকলে তার তথ্যাদি, জাতিগত সংশাপত্র, শারীরিক মাপজোক, প্রার্থীর বাসস্থানের ঠিকানা, ফোন নম্বর , ইমেল আইডি সহ প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের ফটো আপলোড করে সেই আবেনপত্রটি সাবমিট করতে হবে।
এরপর আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে তার একটি প্রিন্ট কপি নিয়ে স্থানীয় এমপ্লয়মেন্ট (EMPLOYMENT BANK) ব্যাঙ্কে গিয়ে ওই কাগজটি এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টের ফটো কপি জমা করতে হবে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করার দু’মাস অর্থাৎ ৬০ দিনের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাবতীয় কাগজ পত্র জমা করতে হবে। নতুবা অনলাইনে আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে।
গতিধারা’ (GATIDHARA PRAKALPA) প্রকল্পের শর্তাবলী –
১ ) এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর পারিবারিক আয় মাসে ২৫ হাজার টাকার কম হতে হবে ।
২) আবেদনকারীর প্রার্থীকে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে (EMPLOYMENT BANK) – নাম অবশ্যই নথি ভুক্ত থাকতে হবে ।
৩) এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৪৫ বছরের মধ্যে । তবে তপশিলি জাতী- উপজাতি এবং ও বিসি প্রার্থীরা ৫ এবং ৩ বছরের বয়সের ছাড় পাবেন ।
৪ ) ক্রয় করা গাড়ির রুট পারমিটের ক্ষেত্রে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (RTO) এবং স্টেট ট্রান্সপোর্ট অথরিটি অফিসে (STA) যোগাযোগ করতে হবে।
তাহলে আর দেরি না করে উল্লেখিত প্রতিবেদনটি খুঁটিয়ে পড়ে নিয়ে এখন থেকেই লেগে পড়ুন গতিধারা প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা নেওয়ার জন্য।
Written by- Somnath Pal.
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #GATIDHARA PRAKALPA# WB# EMPLOYMENT BANK# UNEMPLOYED