বেকারদের জন্য ফের দারুণ সুসংবাদ। এবার ঘরে বসে কাজ আয় করুন প্রচুর টাকা। এবার বেশ কয়েকটি কোম্পানি ঘরে বসে কাজ করে প্রচুর টাকা মাইনে দিয়ে চাকরির সুযোগ দিচ্ছে। মূলত করোনার পর থেকে বাড়ি থেকে কাজ (Work From Home) কাজ করার অভ্যাস ভালোভাবে শুরু হয় আর এখন তা বহু কোম্পানির নিয়ম হয়ে উঠেছে। আজকে আমরা এমন কয়েকটি কোম্পানির নাম উল্লেখ করবো যারা ঘরে বসে কাজ করার সুযোগ দিচ্ছে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক -Work From Home Job
1. মিনেসোটা মাইনিং এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি যাকে ৩এম বলা হয়। এতে উভয় ভাবে কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে। ঘরে বসে কাজের সুযোগ ও এর পাশাপাশি অফিসে গিয়েও কাজ করতে পারবেন।
2. এয়ারবিএনবি – এই কোম্পানির মাধ্যমেও কর্মীদের উভয় ভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। কর্মীরা চাইলে ঘরে বসে বা চাইলে অফিসে বসে কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে কাজের গুনগত মান উন্নত হতে হবে।
3. একুয়েন্ট ( Aquent) – এবার যে কোম্পানির কথা উল্লেখ করছি এক্ষেত্রে একই নিয়ম বহাল রয়েছে। এক্ষেত্রেও আপনি বাড়িতে বসে কোম্পানির যাবতীয় কাজ করতে পারেন।
4.আল্টাশিয়ান (Altassian) – এক্ষেত্রে কর্মীরা ঘরে বসে কাজ করতে পারবেন। এটি হলো একটি সফটওয়্যার কোম্পানি। এই কোম্পানির ক্ষেত্রেও ঘরে বসে কাজ করে আয় করতে পারবেন প্রচুর।
5. ব্ল্যাকবাউড (Blackbaud) – এই কোম্পানির মাধ্যমেও আপনি পুরোপুরি ঘরে বসে কাজ করতে পারবেন কারন এই কোম্পানির নিয়মেই তাই।
6.কয়েন ব্যাস (Coinbase) – এই কোম্পানির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ক্রয় বা বিক্রয় এর কাজ করা হয় যার মাধ্যমে ঘরে বসে কাজের সুযোগ দিয়ে কাজ করা হয়ে থাকে।
7. ড্রপবক্স ( Drop Box) – এই কোম্পানির ক্ষেত্রে ঘরে বসে কাজের সুযোগ দেওয়া হচ্ছে।
এছাড়াও আরও কয়েকটি কোম্পানির নাম উল্লেখ করছি যেখানে ঘরে বসে কাজের সুযোগ দেওয়া হচ্ছে যেমন গো টু টেকনোলজি, হাবস্পট (HubSpot), Aweber প্রভৃতি।
প্রতিনিয়ত নানা রকম ব্যবসা, চাকরি ও আয়ের নানা উৎস খবর পেতে আমাদের পেজে জুড়ে থাকবেন
Join Telegram Channel : Click Here