চাকরির চিন্তা ছাড়ুন, নিজের বাড়িতেই শুরু করুন এই ব্যবসা, প্রতিমাসে ইনকাম করুন 60-70 হাজার টাকা-New Business Idea

By bongodhara desk – 

সাম্প্রতিক চাকরির বাজারের অবস্থা বেশ করুন। এই অবস্থায় অগত্যা জীবন জীবিকা হিসাবে ব্যবসাকেই প্রাধান্য দিচ্ছেন দেশের বেকার যুবক – যুবতীরা। কিন্তু সেখানেও রয়েছে একাধিক সমস্যা। কারণ ব্যবসার জন্য প্রয়োজন মোটা টাকার। তার ওপর টাকা খরচ করে ব্যবসা করলেই যে লাভের অঙ্ক ঘরে আসবে এমন কথা হলফ করে বলা সম্ভব নয় । পরিস্থিতি যে মোটের ওপর সুবিধার নয় তা বর্তমান বাজার ঘুরলেই বেশ পরিস্কার। 

কিন্তু তাই বলে তো আর হাত গুটিয়ে বাড়িতে বসে থাকা যায়না । তার চেয়ে বরং নিজের বাড়িতে বসে ছোটোখাটো ব্যবসা করলে মন্দ নয় । এ বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দেশের বৃহত্তম আর্থিক সংস্থা এসবিআইয়ের এটিএম ফ্র্যাঞ্চাইজি (SBI ATM FRANCHISE ) নিয়ে মাসে মাসে মোটা টাকা কমিশন নেওয়া যেতে পারে ।  কিন্তু কি এই ATM ফ্র্যাঞ্চাইজি ? যা থেকে ঘরে বসেই আপনি মাসে মাসে মোটা টাকা আয় করতে পারেন খুব সহজে ।   

এক্ষেত্রে প্রতি মাসে ৬০০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। বছরে প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা উপার্জন করা সম্ভব হবে। স্টেট ব্যাঙ্কের এর এটিএম স্থাপন করতে গেলে কোনো জনবহুল জায়গায় রাস্তার উপরে নিজস্ব জমি থাকতে হবে। এমন জায়গায় সেই জমি থাকার প্রয়োজন যেখানে সবসময় মানুষজন দেখতে পায়। পাশাপাশি এটিএম কাউন্টারে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ থাকতে হবে । অন্য কোনও এটিএম কাউন্টার থেকে অন্তত ১০০ মিতার দুরত্ব হওয়া প্রয়োজন । 

এবার ওই ATM- এ প্রতি Transaction বা লেনদেন পিছু একটা কমিশন দেওয়া হয়। মোটামুটি প্রতিদিন গড় পড়তায় ৩০০ টি লেনদেন হলে তার থেকে কমিশন  হিসাবে প্রতি মাসে ৬০০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে। তবে এক্ষেত্রে ওই ফ্র্যাঞ্চাইজি নিতে হলে ন্যূনতম ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে (SBI ATM Franchisee) দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এসবিআই কর্ত্তৃপক্ষ । তবে এই ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয় Tata Indicash, Muthoot ATM এবং India One ATM-এর মাধ্যমে । তাই আর দেরি না করে যারা (SBI ATM Franchisee ) নিতে আগ্রহী তারা অতিসত্বর এস বি আই -এর নিকটবর্তী শাখায় অথবা উল্লেখিত সংস্থার ওয়েব সাইটে ঢুকে যোগাযোগ করতে পারেন । এ ক্ষেত্রে আপনাকে আঁধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড সহ আপনার জায়গার নথিপত্র অবশ্যই সঙ্গে নিতে হবে ।  

এই ধরণের সহজ ইনকামের রাস্তা পেতে নজর রখুন bongodhara.com 

written by – Somnath Pal. 

Join Telegram Channel : Click Here

TAG – #SBI #ATM #FRANCHISEE #BUSINESS #IDEA  #INCOME TIPS

Leave a Comment