চাকরির দরকার নেই , নিজের বাড়িতেই শুরু করুন এই কাজ, প্রতিমাসে টাকা আসবে মুঠো মুঠো -Self Home Business

গোটা দেশে বেকারত্বের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখি । সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারে প্রতিযোগিতার অন্ত নেই । দিনের পর দিন বেকারের সংখ্যা যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে প্রতিযোগিতা বাড়ছে চাকরির বাজারে ।  এই অবস্থায় আপনি চাইলেই যে মনের মতো একটা চাকরি জুটিয়ে নেবেন তা বোধ করি বেশ কঠিন । তার ওপর চাকরিতে যেমন ধরা বাঁধা মাস মাইনা, তেমনি পরের গোলামী । তার থেকে বরং  নিজের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে এখনই সেরে ফেলুন এই কাজ । এখান থেকে প্রতিমাসে ইনকাম হবে মুঠো মুঠো টাকা । কিন্তু কি এমন কাজ যা থেকে আপনি  প্রতিমাসে মোটা টাকা ইনকামের রাস্তা পাবেন খুব সহজে ।  

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন কারও বাড়িতে যদি জায়গা থাকে তাহলে নিজের বাড়িতেই বসিয়ে ফেলুন মোবাইল টাওয়ার । তবে এর জন্য আপানাকে করতে হবে কিছু কাগজ পত্রের কাজ আর বাকিটা করবে সংশ্লিষ্ট কোম্পানি । তবে আপনি যদি বাড়ির ছাদে টাওয়ার বসাতে চান তাহলে ৫০০ বর্গ ফুটের জায়গা প্রয়োজন । আর বাড়িতে খালি জায়গায় টাওয়ার স্থাপন করতে গেলে ২ থেকে আড়াই হাজার বর্গ ফুটের জায়গার প্রয়োজন । তবে ঘন বসতি পূর্ণ এলাকা হলে প্রতিবেশীদের কাছ থেকে অবশ্যই নো অবজেকশন নিতে হবে । 

কি ভাবে টাওয়ার স্থাপন করবেন ?   

বর্তমান সময়ে বাজারে হাজারো টেলিফোন  কোম্পানি । তবে এক্ষেত্রে কোনও কোম্পানি আপানার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে না বরং নিজের প্রয়োজনে আপনাকে ই মোবাইল সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে । প্রথমে পছন্দ মতো কম্পানিতে আপনাকে আবেদন করতে হবে । তারপর সেই সংস্থার কর্মীরা আপনার সঙ্গে যোগাযোগ করবেন । সব কিছু ঠিকঠাক থাকলে কোম্পানি আপনার সঙ্গে চুক্তি করবে । চুক্তি মোতাবেক ওই টেলিফোন সংস্থা আপনাকে টাওয়ার স্থাপন করা কালীন একটা মোটা অঙ্কের টাকা দেবে । আর প্রতিমাসে আপনার রয়েছে ভাড়া বাবদ নুন্যতম ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত । 

তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন যে কোনও মোবাইল সংস্থায় । আর নিজের বাড়িতেই বসিয়ে ফেলুন আস্ত মোবাইল টাওয়ার । যা থেকে প্রতিমাসে পকেট ভরতি টাকা আসসবে বিলক্ষণ । 

এই ধরণের আকর্ষণীয় ব্যবসায়িক টিপস পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #MOBILE TOWER #SELF INCOME #MAKING MONEY #TOWER INSTALLATION #INCOME TIPS

Leave a Comment