দিনে দিনে যেভাবে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে কর্মসংস্থান ( Jobs) বাড়ানো খুবই জরুরি কিন্তু গত কয়েক বছর ধরে অর্থাৎ করোনার সময় থেকে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পরে যার ফলে সরাসরি প্রভাব পরে কর্মসংস্থানে। এমন অবস্থাতেও অনেকে চাকরির অপেক্ষায় আধবুড়ো হয়ে যাচ্ছে। এটাও জেনে রাখা দরকার জীবনে প্রত্যেকটা সুখের পিছনে থাকে টাকা তাই চাকরি নয় টাকা কীভাবে উপাজর্ন করা যাবে সে দিকে লক্ষ্য দিতে হবে। খান স্যার বলেছেন ” টাকা মানুষের সঙ্গে উপরে যেতে পারবেনা এটা ঠিক কিন্তু যতদিন মানুষের সঙ্গে থাকবে মানুষকে নিচে নামতে দিবে না “। অর্থাৎ সবকিছুর মূল হলো টাকা নাকি চাকরি। আসুন তাহলে আজকে আপনার জন্য বেশ কয়েকটি আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি তা নিচে আলোচনা করা হল – Self Income Idea
1. প্রাইভেট টিউশন (Private Tuition) – বর্তমানে স্কুল পড়ার পাশাপাশি টিউশন পড়া প্রত্যেক শিক্ষার্থীদের অভ্যাসে পরিণত হয়েছে। খুব কম সংখ্যক ছাত্র ছাত্রী বাদে প্রায় সকলের জন্য প্রাইভেট টিউশন অন্যতম গুরুত্বপূর্ণ। ছোট বাচ্চা থেকে কলেজ পড়ুয়া কেও টিউশন ছাড়া চলতে পারেনা। তাই বর্তমানে অনেকে এই কাজ করেও মাসে মাসে প্রচুর আয় শুরু করেছে। আর এতেও আপনার প্রাথমিক লক্ষ্য বা চাকরি পাওয়ার লক্ষ্যে কোনো ব্যঘাত ঘটবেনা। টিউশন পড়াতে পড়াতে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে আর শুধু তাই নয় এর পাশাপাশি জ্ঞানের ভান্ডারও বৃদ্ধি পাবে। তাই টাকা আয়ের পাশাপাশি নিজ জ্ঞান বৃদ্ধি করতে এই কাজ খুবই উপকারী। বিশেষ করে যাদের লক্ষ্য হলো চাকরি পাওয়া।
2. কন্টেন্ট লেখা (Content Writing) : যদি আপনি শিক্ষিত বেকার ( Educated Unemployed) হয়ে থাকেন তাহলে পড়াশোনার পাশাপাশি এই কাজ করে মাসে মাসে ভালো আয় করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে নিজের কন্টেন্ট লিখে এই কাজ শুরু করতে পারেন। যে ধরনের কাজ বা কন্টেন্ট লেখার অভিজ্ঞতা রয়েছে সেই ধরনের ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে আপনি এই কাজ করতে পারেন। ঘরে বসে কন্টেন্ট লিখে ভালো টাকা আয় করতে পারেন। এতে আপনার পড়াশোনার কোনো ব্যঘাত ঘটবেনা।
3.ডাটা এন্ট্রি চাকরি (Data Entry Job) : বর্তমানে শিক্ষিক বেকারদের ডাটা এন্ট্রি কাজের জন্য ব্যাপক চাহিদা রয়েছে। এর মাধ্যমে ভালো বেতন পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা কাজ জানতে হবে। বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা বড়ো দোকানে বিভিন্ন রকমের ডাটা এন্ট্রির কাজের জন্য যোগাযোগ করতে পারেন এবং এর ফলে আপনি ভালো আয় করতে পারেন।
মাত্র 10 হাজার টাকার মেশিন দিয়ে মাসে মাসে হবে পকেট ভরতি টাকা, এক্ষুনি শুরু করুন -Self Business Idea
4. ডেলিভারির কাজ (Delivery Job) : বর্তমান সময়ে ডেলিভারি কাজের জন্য প্রচুর চাহিদা রয়েছে। অনেক অনেক ডেলিভারি কোম্পানি রয়েছে তারা কাজের লোকের অপেক্ষায় বসে রয়েছে। ফুড বা অন্যান্য জিনিসপত্রের ডেলিভারির কাজে যুক্ত হয়ে মাসে মাসে ভালো মানের টাকা আয় করতে পারেন। যেমন -Zonato, Swiggy, Ekart সহ আরও বহু সংস্থা রয়েছে যাদের সঙ্গে যোগাযোগ করে এই কাজে যুক্ত হতে পারেন।
প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবর বা ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন –bongodhara.com
Join Telegram Channel : Click Here