কথায় বলে জলের ওপর নাম জীবন । এবার সেই জল জীবনের হাত ধরেই এল জীবিকার খোঁজ । হ্যাঁ ,ঠিকই ধরেছেন । নিয়োগের খবর । তাও আবার খোদ দেশের রাজধানীর বুকে । উল্লেখিত চাকরিতে শূন্য পদের সংখ্যা কয়েকশ । সম্প্রতি ভারত সরকারের জল বোর্ড -র অধীনে ইন্টিলিজেন্স কমিউনিকেশন (ICSIL ) সিস্টেম ইন্ডিয়া লিমিটেডের তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এ ক্ষেত্রে গোটা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদের জন্য । সম্পূর্ণ এই নিয়োগ (Recruitment ) প্রক্রিয়াটি সম্পন্ন হবে সংশ্লিষ্ট সংস্থার তত্বাবধানে । এক্ষেত্রে নিযুক্ত সফল এবং যোগ্য কেন্দ্রীয় জল (JAL BOARD) বোর্ডের অধীনে নিয়োগ করা হবে দিল্লির অফিসে । এক্ষেত্রে নিযুক্ত করমিকে মোটা টাকা মাসিক বেতনের সঙ্গে চিকিৎসা ইপিএফের মতো আর্থিক সুবিধা প্রদান করা হবে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে । সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটির যাবতীয় তথ্য পেতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
আবেদন পদ্ধতি –
এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে আবেদনকারী প্রার্থীকে ইন্টিলিজেন্স কমিউনিকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেডের ওয়েব (www.icsil.in) সাইটে গিয়ে মোবাইল নম্বর এবং ইমেল আই ডি দিয়ে আবেদন পত্রটি ডাউন লোড করতে হবে । অনলাইনে আবেদনের সময় আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
এ ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে আবেদনকারীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য । তার পর হবে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা প্রমানের পরীক্ষা। এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে পারসোনাল ইন্টারভিউয়ের জন্য । সবশেষে যোগ্য প্রার্থীদের হাতে ইন্টিলিজেন্স কমিউনিকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেড মারফৎ নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন পত্র পূরণ সহ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস যেমন , শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র , বয়সের প্রমাণ পত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার সংশাপত্র , জাতিগত সংশাপত্র , বাসস্থান বা ঠিকানার প্রমাণ পত্র , আঁধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড ,পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে ।
নিয়োগকারী সংস্থা –
এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের ভারত সরকারের জল বোর্ড-র অধীনে সংশ্লিষ্ট সংস্থার অধীনে দেশের রাজধানী অর্থাৎ দিল্লির মাটিতে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে ।
শূন্যপদের বিবরণ –
১) পদের নাম – মিটার রিডার ” (Meter Reader)
শূন্যপদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা 486 টি
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।
বেতন পরিকাঠামো –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতিমাসে 20,357 টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে বিমা – চিকিৎসা এবং ইপিএফের সুবিধা ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
কাজের ধরণ –
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজধানীর মাটিতে থাকা বিভিন্ন এলাকায় ঘুরে জল ব্যবহারকারি মানুষের সার্ভে এবং মিটার রিডিং সহ অবৈধ ভাবে নেওয়া জলের কানেকশন বা সংযোগ চিহ্নিত করণের কাজ করতে হবে ।
২) পদের নাম – ফিল্ড সুপারভাইজর ‘ (Field Supervisors)
শূন্যপদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা 97 টি
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান গ্রাজুয়েট বা স্নাতক হতে হবে ।
বেতন পরিকাঠামো –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতিমাসে 22,146 টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে বিমা – চিকিৎসা এবং ইপিএফের সুবিধা ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
কাজের ধরণ –
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজধানীর মাটিতে থাকা বিভিন্ন এলাকায় ঘুরে জল ব্যবহারকারি মানুষের সার্ভে এবং মিটার রিডিং সহ অবৈধ ভাবে নেওয়া জলের কানেকশন বা সংযোগ চিহ্নিত করণের পাশাপাশি হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ করতে হবে ।
আবেদন ফী –
উল্লেখিত পদে গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার নামে 1000 টাকা আবেদন ফী জমা করতে হবে ।
অনলাইনে আবেদনের শেষ তারিখ – 10 মার্চ অর্থাৎ 10/03/2023
আরও বিস্তারিত জানতে দেখে নিন (www.icsil.in)
Official Notice : Download
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #ICSIL #RECRUITMENT #JOB #WATER #CONNECTION #DELHI #GOVT OF INDIA