একেবারে শুরু থেকে আজ পর্যন্ত , প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর লক্ষ্য একটাই । অতিব মাত্রার দূষণ রোধ করে গঙ্গা নদী (REJUVENATION OF RIVER GANGA) সংস্কার। এবার আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের ( MINISTRY OF JAL SHAKTI) অধীনে কর্মী নিয়োগ হতে চলেছে। এ বিষয়ে গত কয়েকদিন আগেই সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও (GOVT JOB) প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীনে। তবে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া টি সম্পন্ন হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে । এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীরা মাসিক বেতন পাবেন কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী । আবেদন করতে চটপট দেখে নিন নিচের বিস্তারিত প্রতিবেদনটি ।
আবেদন পদ্ধতি —
প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে আবেদন পত্র টি ডাউন লোড করে নিতে হবে । এরপর উপযুক্ত তথ্য দিয়ে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সাবমিট করতে হবে ।
শূন্য পদ —
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে ।
পদের নাম – ‘ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ‘ (Assistant Engineer)
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে কেন্দ্র সরকারের নয়া বেতন কমিশন অনুযায়ী প্রতিমাসে সর্ব নিম্ন ৩৮,৪০০ থেকে ১,৫১,১০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও নিযুক্ত কর্মীরা পাবেন যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।
বয়স সীমা—
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা—
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে হলে আবেদনকারী প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ড্রিলিং/ মাইনিং/ মেকানিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ পেট্রোলিয়াম টেকনোলজিতে স্নাতক ডিগ্রি ধারী হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
নিয়োগ পদ্ধতি —
এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । এরপর ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । তবে সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে ইউনিয়ন (UPSC) পাবলিক সার্ভিস কমিশনের তত্বাবধানে ।
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন পত্র পূরণের সময় ভোটার ও আঁধার কার্ড , বয়সের প্রমানপত্র , শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র অবশ্যই সংঙ্গে রাখতে হবে ।
আবেদন ফী –
সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২৫ টাকা আবেদন ফী জমা করতে হবে । সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য কোনও আবেদন ফী জমা করা প্রয়োজন নেই ।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে ১৫ ই জুন অর্থাৎ 15/06/2023 -এর মধ্যে।
আবেদন সহ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.nwda.gov.in অথবা www.jalshakti.gov.in / https://upsconline.nic.in
কর্মপ্রার্থীদের চাকরির খবর এবং সরকারি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি আপডেট পেতে নজর রাখুন Bongodhara.com – এ
written by – Somnath Pal.
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #WATER RESOURCE #GANGA #NWDA #JALSHAKTI MINISTRY