জল সম্পদ দপ্তরে প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করুন এক্ষুনি -Govt Group C Recruitment

একেবারে শুরু থেকে আজ পর্যন্ত , দিল্লির মসনদ দখলের পর থেকেই  প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর লক্ষ্য একটাই । অতিব মাত্রার দূষণ রোধ কে রুখে দিয়ে গঙ্গা নদী (REJUVENATION OF RIVER GANGA) সংস্কার। কারণ আসমুদ্র হিমাচল বিশেষ করে গোটা দেশে গঙ্গা(GANGA) নদীর গুরুত্ব অপরিসীম। এবার সেই গঙ্গা নদীর সংস্কারে আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের( MINISTRY OF JAL SHAKTI) অধীনে জল সম্পদ দফতরে কর্মী নিয়োগ হতে চলেছে। কর্মী নিয়োগের(RECRUITMENT)  বিষয়ে গত কয়েকদিন আগেই ভারত সরকারের জলশক্তি মন্ত্রকের অধীনে থাকা জল সম্পদ (WATER RESOURCE DEPARTMENT) দফতর মারফত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও (GOVT JOB) প্রান্তের  কর্ম প্রার্থীরা। চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীনে। এ ক্ষেত্রে  নিযুক্ত কর্মীরা মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী ।  তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। Recruitment Notice No. 14/2023 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে— 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই(ONLINE) আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৫।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে ।

৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE)  স্ক্যান করে  আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।  

এবার দেখে নেব শূন্য পদ সম্পর্কে

১) পদের নাম- জুনিওর ইঞ্জিনিয়ার ‘ (JUNIOR ENGINEER )   

শূন্য পদ– ১৩ টি

মাসিক বেতন– ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত । 

বয়স সীমা—

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা—

এ ক্ষেত্রে প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে । 

২) পদের নাম- জুনিওর অ্যাকাউন্টস অফিসার ‘ (JUNIOR ACCOUNTS OFFICER) 

শূন্য পদ- ১ টি

মাসিক বেতন- ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত । 

বয়স সীমা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা—

এ ক্ষেত্রে প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য অর্থাৎ কমার্স শাখায় স্নাতক হতে হবে ।  পাশাপাশি হিসাব শাস্ত্রের বিষয়ে পারদর্শী হতে হবে । 

৩)  পদের নাম- ড্রাফটস ম্যান ‘( DRAFTS MAN)

শূন্য পদ- ৬ টি

মাসিক বেতন- ২৫,৫০০ ঠেকে ৮১,১০০ টাকা পর্যন্ত । 

বয়স সীমা

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা—

এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে আই টি আই (ITI) ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।  

৪) পদের নাম-  আপার ডিভিশন ক্লার্ক ‘ (UPPER DIVISION CLERK)

শূন্য পদ– ৭ টি

মাসিক বেতন– ২৫,৫০০ ঠেকে ৮১,১০০ টাকা পর্যন্ত । 

বয়স সীমা—

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা—

এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

৫) পদের নাম- স্টেনোগ্রাফার ‘  (STENOGRAPHER)

শূন্য পদ- ৯ টি

মাসিক বেতন- ২৫,৫০০ ঠেকে ৮১,১০০ টাকা পর্যন্ত । 

বয়স সীমা—

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা—

এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি কম্পিউটারে মিনিটে ৮০ টি শব্দ শর্ট হ্যান্ডের দক্ষতা থাকতে হবে । 

৬) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক ‘ (LOWER DIVISION CLERK ) 

শূন্য পদ- ৪ টি

মাসিক বেতন- ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত । 

বয়স সীমা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা—

এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ টাইপের দক্ষতার পাশাপাশি কম্পিটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে ।  

এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে—

এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় থাকবে ১০০ নম্বরের প্রশ্ন পত্র ।  এরপর ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তলে দেওয়া হবে নিয়োগ পত্র । 

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন পত্র পূরণের সময় যে ডকুমেন্টস সঙ্গে রাখতে  হবে সেগুলি হল—

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের আগামী এপ্রিল মাসের ১৭ তারিখের মধ্যে অর্থাৎ 17/04/2023 

আবেদন সহ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  www.nwda.gov.in 

বেকার কর্ম প্রার্থীদের সঙ্গে আমরা আছি সব সময়।  চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com – এ 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক 


আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন 


আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে 

TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT # WATER RESOURCE #GANGA #NWDA

Leave a Comment