চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চের অধীনে (WB HEALTH)দফতরে নিয়োগ করা হবে বেশ কয়েকজন স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জাতীয় স্বাস্থ্য দফতর মারফৎ । এক্ষেত্রে দেশের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চের তত্বাবধানে কাজ করতে হবে । তবে নিযুক্ত কর্মীকে কাজ করতে হবে পশ্চিম বঙ্গের দার্জিলিং জেলায় । এ ক্ষেত্রে মাসিক বেতন বেশ আকর্ষণীয় । এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Recruitment Notice No: NICED/PC/01/MRHRU/2022-23/1133 Dated – 13/01/2023
প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে –
১) পদের নাম- সায়েন্টিস্ট সি (মেডিক্যাল ) – Scientist C Medical
শূন্য পদ– ১ টি
বয়স – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন – উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য দফতরের তরফে প্রতিমাসে ৬৭,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা– উল্লেখিত পদে আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই MBBS ডিগ্রী ধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
প্রার্থী নির্বাচন– কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
২) পদের নাম- সায়েন্টিস্ট সি (নন-মেডিক্যাল ) – Scientist C Non-Medical
শূন্য পদ- ১ টি
বয়স – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন – উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য দফতরের তরফে প্রতিমাসে ৬৭,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীকে মাইক্রবায়লজি/বায়োকেমিস্ট্রি/বায়ো টেকনোজি প্রথম শ্রেনির স্নাতকোত্তর ডিগ্রী ধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অন্তত চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
৩)পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্ট্যাটিস্টিক্স (Technical Assistant (Statistician)
শূন্য পদ- ১ টি
বয়স– এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন– এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে
প্রার্থী নির্বাচন– কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্স/ বায়ো স্ট্যাটিস্টিক্স / অঙ্ক বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে । প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
৪)পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিসার্চ (Technical Assistant (Research)
শূন্য পদ- ১ টি
বয়স– এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন– উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে জাতিয়স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
প্রার্থী নির্বাচন– কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদে আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীকে মাইক্রবায়লজি/বায়োকেমিস্ট্রি/বায়ো টেকনোজি স্নাতক ডিগ্রী ধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৫)পদের নাম- অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপস ( Assistant Multi Purpose)
শূন্য পদ– ১ টি
বয়স- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন– উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে জাতিয়স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩১,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
প্রার্থী নির্বাচন– কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদে আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীকে যেকোনো শাখায় স্নাতক হওয়ার পাশাপাশি হিসাব শাস্ত্র এবং প্রশাসনিক বিষয়ে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৬) পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( Laboratory Technician)
শূন্য পদ- ১ টি
বয়স- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন– নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।
৭)পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator)
শূন্য পদ- ০১ টি
বয়স– এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন– নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
প্রার্থী নির্বাচন– কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – এ ক্ষেত্রে প্রার্থীকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হওয়ার পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । তৎসহ সরকারি অথবা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৭)পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff)
শূন্য পদ– ০১ টি
বয়স- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন– নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
প্রার্থী নির্বাচন– কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – এ ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক পাশ হওয়ার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
কাজের ধরণ-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে জাতীয় স্বাস্থ্য দফতরের অধীনে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড (ICMR) রিসার্চ এর তত্বাবধানে কাজ করতে হবে । জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
নিয়োগের স্থান –
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিম বঙ্গের দার্জিলিং জেলায় ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে ।
আবেদন পদ্ধতি –
উল্লেখিত পদে অফলাইনে আবেদন করতে হবে । এ ক্ষেত্রে আবেদনকারী পারারথিকে প্রথমে তার একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে আবেদন পত্রের অনুকরণে । এরপর ওই আবেদন পত্রের সঙ্গে আবেদন কারী প্রার্থীকে তার যাবতীয় নথি পত্রের প্রত্যয়িত নকল নিজের পাসপোর্ট ছবি জুড়ে দিয়ে তা খাম বন্দী করে নিম্ন লিখিত ঠিকানায় নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Director, ICMR- National Institute of Cholera and Enteric Diseases, P-33,C.I.T Road , Scheme – XM , Beliaghata, Kolkata – 700010.
উল্লেখিত পদ্গুলিতে আবেদনের শেষ তারিখ 02/02/2023
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #CENTRAL GOVT HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH #ICMR #NHM