কথায় বলে স্বাস্থ্যই সম্পদ । আর দেশ তথা রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিসেবায় রয়েছে একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্প । এবার সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় নিয়োগ করা হবে জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী । বেহাল চাকরির বাজারে এই নিয়োগের(recruitment) খবর যে কর্ম প্রার্থীদের কাছে বেশ আনন্দের তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে জাতীয় স্বাস্থ্য মিশন সহ আয়ুশ প্রকল্পে (National Health Mission) কর্মী নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য দফতর । সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার (health & family welfare) কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ । তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক । প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। তাহলে আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
নিয়োগ সম্পর্কিত প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DHFWS/720/23 Dated – 08/05/2023
প্রথমেই শূন্য পদের বিবরণ –
রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একাধিক পদে শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে , সংশ্লিষ্ট পদ গুলি হল ,
১) পদের নাম- ‘মেডিসিন স্পেশালিষ্ট’ (Medicine Specialist)
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
বেতন–
নিযুক্ত চিকিৎসক কে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে । ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা– এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে
২) পদের নাম- পেডিয়াট্রিক স্পেশালিষ্ট’ ( Pediatic Specialist )
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
বেতন-
নিযুক্ত চিকিৎসক কে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে । ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে
৩) পদের নাম- ‘স্পেশালিষ্ট জি অ্যান্ড ও'( Specialist Gynaecology)
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
বেতন–
নিযুক্ত চিকিৎসককে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে । ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে
৪) পদের নাম- ‘অপথালমোলজিস্ট স্পেশালিস্ট’ ( Opthalmologist Specialist)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
বেতন–
নিযুক্ত চিকিৎসক কে ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা–
এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।
৫) পদের নাম- “মেডিক্যাল অফিসার”(Medical Officer)
শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি
বয়স–
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে।
৬) পদের নাম- “স্টাফ নার্স” ( Staff Nurse )
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স–
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৪০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীর নার্সিং-র বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
৭) পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (Community Health Assistant))
শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন ।
শিক্ষাগত যোগ্যতা–
প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক। এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
৮) পদের নাম – সিনিওর টিউবার কুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজর (Senior Tuberculosis Labratory Supervisor )
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স–
এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা–
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার বিশয়েদক্ষ এবং অভিজ্ঞ হতে হবে ।
৯) পদের নাম- “সাইক্রিয়াটিক নার্স ( Psychiatric Nurse )
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৮ থেকে ২৮ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদনকারীকে সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ে বি এস সি /এম এস সি ডিগ্রিধারী হতে হবে । আবেদনকারীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে ।
১০) পদের নাম- ডেন্টাল হাইজেনিস্ট ‘ (Dental Hygenist)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ডেন্টাল হাইজেনিস্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১১) পদের নাম- সাইকোলজিস্ট ‘ (Psychologist)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৮,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রী ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১২) পদের নাম- ফিজিওথেরাপিস্ট ‘ (Physiotherapist)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই ফিজিওথেরাপিস্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৩) পদের নাম- ‘ অডিওলজিস্ট অ্যান্ড স্পীচ থেরাপিস্ট ‘ ( Audiologist & Speech Therapist)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে অডিওলজি এবং স্পীচ লাঙ্গুয়েজ (Speech Language Pathology) প্যাথলজি বিষয়ে B.Sc ডিগ্রিধারী হতে হবে ।
১৪) পদের নাম – সোশ্যাল ওয়ার্কার ‘ (Social Worker)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সোশিওলজি অথবা সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৫) পদের নাম – ডেন্টাল টেকনিশিয়ান ‘ (Dental Technician)
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স সীমা –
এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৬) পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( Laboratory Technician)
শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে ।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে ।
১৭) পদের নাম – আরলি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেটর ‘ ( Early Interventionist cum Special Educator)
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স সীমা –
এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৮) পদের নাম- অপথালমিক অ্যাসিস্ট্যান্ট ‘ (Opthalmic Assistant )
শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা – ১ টি
বয়স–
এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন- নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছরের অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
১৯) পদের নাম- ফার্মাসিস্ট (Pharmacist)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ধারি হতে হবে । এ ছাড়াও আবেদনকারীকে এ রাজ্যের বাসিন্দা এবং কম্পিউটার বিষয়ে দক্ষ হওয়ার পাশাপাশি বাংলা ভাষায় বিশেষ পারদর্শী হতে হবে ।
২০) পদের নাম – এম ও আয়ুশ প্রকল্প (AYUSH MO )
শূন্যপদ –
উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা- ১ টি
বয়স সীমা –
উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে ।
বেতন–
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিদিন সাম্মানিক ১০০০ টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে আয়ুশ প্রকল্পের আওতায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
আবেদন পদ্ধতি –
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সবশেষে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে ছবি এবং সই আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । এরপর ওই সাবমিট হওয়া আবেদন পত্রের একটি হার্ড কপি আবেদনকারীকে প্রমান স্বরুপ নিজের কাছে রেখে দিতে হবে ।
এ ক্ষেত্রে আরও যে বিষয় গুলি মনে রাখা প্রয়োজন সেগুলি হল,
১) উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
২) একজন প্রার্থী নির্দিষ্ট যোগ্যতা থাকলে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন । তবে একাধিক পদে আবেদন করতে হলে আবেদনকারীকে আলাদা আলাদা আবেদন পত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে ।
৩) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
৪) সংশ্লিষ্ট পদ গুলিতে শূন্য পদের সংখ্যা ভবিষ্যতে বাড়ানো হতে পারে । তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ।
কাজের ধরণ-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন (NUHM) এবং আয়ুশ (AYUSH) প্রকল্পের আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
প্রার্থী নির্বাচন–
এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীদের নথিপত্র পর্যবেক্ষণের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,
বয়সের প্রমানপত্র,
জাতীগত সংশাপত্র,
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
ভোটার কার্ড,
আঁধার কার্ড,
উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র
পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি ।
উল্লেখিত যাবতীয় পদে আবেদন জানানোর শেষ তারিখ – চলতি মে’ মাসের ২৬ তারিখ অর্থাৎ 26/05/2023
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.wbhealth.gov.in) অথবা (www.jalpaigurihealth.com/Recruitment) -এ
সরকারি চাকরি অথবা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
Join Telegram Channel : Click Here
TAG – #WB #HEALTH #RECRUITMENT #GOVT #JOB NEWS #NUHM #NATIONAL HEALTH MISSION #AYUSH